X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হাতীবান্ধা সীমান্তে বিএসএফ-এর গুলিতে নিহত ২

লালমনিরহাট প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২০, ১৩:৩৯আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৩:৩৯

   লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহত দুজন গরু চোরাচালানে সম্পৃক্ত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কত রাউন্ড গুলি হয়েছে, বা আরও কেউ আহত বা নিহত আছে কিনা, তা জানার চেষ্টা করা হচ্ছে। ঘন কুয়াশা থাকায় সীমান্তে চোরাচালানকারীদের উপদ্রব বেড়েছে।’

লে. কর্নেল এসএম তৌহিদুল আলম আরও বলেন, ‘এই ঘটনায় প্রতিবাদপত্র পাঠিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’

জানা যায়, বুধবার সকালে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলারের ৪ নম্বর সাবপিলার এলাকায় এই ঘটনা ঘটে। ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে ৮-১০ জন গরু চোরাচালানকারীকে ভারতীয় রানীনগর-১০০ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা এলোপাতাড়ি গুলি করে। এসময় ঘটনাস্থলেই একজন এবং গুলিবিদ্ধ অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আরও একজন নিহত হয়।

নিহতরা হলো- হাতীবান্ধা উপজেলার পূর্ব আমঝোল এলাকার ওসমান আলীর ছেলে মো. সুরুজ মিয়া (১৭) ও একই এলাকার শাহজাহান আলীর ছেলে সুরুজ মিয়া (৩২)।

বিজিবি সূত্রে আরও জানা যায়, বনচৌকি বিওপি এলাকার সীমান্ত পিলার ৯০৭/৪-এস এর কাছে গুলির শব্দ শোনার পর তাৎক্ষণিক বনচৌকি বিওপি কমান্ডার ঘটনাস্থলে যান। তিনি ঘটনাস্থলে একজনের গুলিবিদ্ধ মরদেহ ও আরেকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পান।       

       

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া