X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বেড়াতে গিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

বগুড়া প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২০, ০৯:৩৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০৯:৪০

বগুড়া

বগুড়ার শেরপুরে সাইফুল ইসলাম (৫০) নামে একজন প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তির পর বুধবার (২২ জানুয়ারি) সকালে তিনি মারা যান।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, বিশালপুর ইউনিয়নের দোয়ালছাড়া এলাকায় একটি মাদ্রাসার বারান্দায় তিনি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছিলেন। কারা তাকে বিষ খাইয়েছে সে ব্যাপারে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পেং হাজারকি গ্রামের মজিবর রহমানের ছেলে। তিনি পার্শ্ববর্তী শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের দোয়ালছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। গত ১৯ জানুয়ারি শেরপুরে তার মেয়ের বাড়িতে আসেন। ওই রাতে দোয়ালছাড়া গ্রামের একটি এবতেদায়ি মাদ্রাসার বারান্দায় তিনি বিষক্রিয়ায় ছটফট করছিলেন। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরদিন তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তিনি সেখানে মারা যান।

সাইফুল ইসলামের পরিবারের সদস্যরা জানান, তার ছেলে শুভ আইপিএল জুয়ায় আসক্ত। তিনি গ্রামের কয়েকজন দাদন ব্যবসায়ীর কাছে চড়া সুদে ১৫-১৬ লাখ ঋণ নেন। এই টাকা পরিশোধ করার জন্য দাদন ব্যবসায়ীরা চাপ দেন। তখন সাইফুল ইসলাম তার স্কুলের বেতনের চেকবই দাদন ব্যবসায়ীরে কাছে জমা রাখেন।

পরিবারের ধারণা, দাদন ব্যবসায়ীরাই শিক্ষক সাইফুল ইসলামকে মারপিট করে মুখে বিষ ঢেলে ফেলে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক শেরপুর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, সাইফুল ইসলামের বিষক্রিয়ায় আক্রান্ত হওয়া রহস্যজনক। দাদন ব্যবসায়ীদের হাত থেকে বাঁচতে তার জুয়ারি ছেলে শুভ এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত হলে প্রকৃত সত্য জানা যাবে।

নন্দীগ্রামের বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ বলেন, ‘সাইফুল ইসলামের ছেলে শুভর কাছে অনেকে টাকা পান। কে বা কারা শিক্ষক সাইফুলকে মারপিট করে হাত-পা বেঁধে শেরপুরের দোয়ালছাড়ার শিক্ষা প্রতিষ্ঠানের বারান্দায় ফেলে যান। হাসপাতালে ভর্তির পর তিনি মারা গেছেন।’

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, মৌখিকভাবে এমন ঘটনা শুনলেও কেউ থানায় অভিযোগ করেননি।

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!