X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পাবনায় আ. লীগ নেতা ছেলের বিরুদ্ধে বাবার জিডি

পাবনা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২০, ১৮:১৬আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৮:৪২

 

আওয়ামী লীগ নেতা খ ম হাসান কবীর আরিফ পাবনায় একাধিকবার হত্যাচেষ্টার অভিযোগ তুলে জীবনের নিরাপত্তা চেয়ে আওয়ামী লীগ নেতা খ ম হাসান কবীর আরিফের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বাবা খন্দকার আব্দুল মান্নান। সাধারণ ডায়েরিতে ছেলের লাইসেন্স করা পিস্তল জব্দ করার আবেদনও করেছেন তিনি।

গত ১৩ জানুয়ারি পাবনা সদর থানায় দায়ের করা জিডিতে তিনি এ অভিযোগ করেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমকর্মীদের হাতে জিডির কপি এলে বিষয়টি জানাজানি হয়।

খ ম হাসান কবীর আরিফ পাবনা জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তার বাবা আব্দুল মান্নান পাবনার পরিবহন ব্যবসায়ী। তিনি আরিফ পরিবহনের মালিক।

ছেলের বিরুদ্ধে বাবার জিডি লিখিত অভিযোগে খন্দকার আব্দুল মান্নান উল্লেখ করেন, আরিফ সব সময় তার সঙ্গে বাজে আচরণ করে। তুচ্ছ কারণে গায়ে হাত তোলে এবং হত্যার হুমকি দেয়। এর আগেও আরিফ তাকে গলাটিপে হত্যার চেষ্টা করলে প্রতিবেশীরা এসে রক্ষা করেন।

আব্দুল মান্নান আরও অভিযোগ করেন, আরিফ কথায় কথায় তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং লাইসেন্স করা পিস্তল দিয়ে হত্যার ভয় দেখায়। এ পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে আরিফের লাইসেন্স করা পিস্তল জব্দ করতেও পুলিশের কাছে আবেদন করেছেন তিনি।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, ‘এ বিষয়ে তদন্তের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুসারে অস্ত্র জব্দের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

জিডির অভিযোগ প্রসঙ্গে হাসান কবীরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাবার বয়স প্রায় ৯০ বছর। তার পক্ষে এমন জিডি করা সম্ভব নয়। হয়তো কেউ তাকে বিভ্রান্ত করে স্বাক্ষর করিয়ে ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে।’ সাধারণ ডায়েরিতে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
বাংলাদেশে এসে আশ্রয় নিলেন মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ