X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

অ্যাম্বুলেন্সে গাঁজা!

লালমনিরহাট প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ১৪:০৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৪:১৯

উদ্ধার গাঁজা

অ্যাম্বুলেন্সে করে ১৩ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে আটক করেছে লালমনিরহাট জেলার গোয়েন্দা পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) ভোরে সদরের কুলাঘাট বাজার থেকে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। এছাড়া সদর থানা পুলিশের অভিযানে চার জনকে সাত কেজি গাঁজা ও আড়াইশ’ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। লালমনিরহাট-রংপুর মহাসড়কের তিস্তা সেতু টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় পৃথক পাঁচটি মামলা দায়ের করেছে।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) শফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন।

এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুলাঘাট বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে আসা বগুড়াগামী একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ১৩ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। এছাড়া লালমনিরহাট সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চার ব্যক্তিকে সাত কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবাসহ আটক করেছে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় পৃথক পাঁচটি মামলা দায়ের করেছে।

এই সেই অ্যাম্বুলেন্স

লালমনিরহাট ডিবি পুলিশের ওসি মকবুল হোসেন বলেন, ‘গাড়ির বৈধ কোনও কাগজপত্র নেই, অ্যাম্বুলেন্সের সামনে ভুয়া প্লেট নম্বর লাগিয়ে ১৩ কেজি গাঁজাসহ আতিক হাসান (২৩) ও আয়নাল হক (২৮) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে অ্যাম্বুলেন্সটি বগুড়ায় নিয়ে যাওয়ার সময় লালমনিরহাট সদরের কুলাঘাট বাজার এলাকায় ডিবি পুলিশ আটক করে।’        

লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শহিদুল ইসলাম বলেন, ‘কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আশকারনগর এলাকার সজরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৪), একই জেলার রৌমারী উপজেলার বামনের চর এলাকার নুরুজ্জামান মিয়ার ছেলে মো. শেখ ফরিদ (১৯), ভুরুঙ্গামারী উপজেলার ছোট খাটামারী (জমিরদারপাড়া) এলাকার আজহার আলীর ছেলে মো. সোহেল রানা, ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী এলাকার আব্দুল জব্বারের ছেলে মোক্তার আলী, রৌমারী উপজেলার আমবাড়ী এলাকার তমসের আলীর ছেলে অ্যাম্বুলেন্স চালক আতিক হাসান (২৩) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর মরুয়াদহ এলাকার আব্দুল কাদের মোল্লার ছেলে আয়নাল হক (২৮)-কে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!