X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

যশোরে আবারও গৃহবধূকে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগ

যশোর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২০, ২২:৩৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ২২:৩৬

যশোর যশোরের চৌগাছায় এক গৃহবধূকে (২৮) মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে। রবিবার (২৫ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এসএম এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ২১ জানুয়ারি রাতে ঝিকরগাছার হাড়িয়া গ্রামে যৌতুকলোভী স্বামী সাদ্দাম হোসেন স্ত্রীকে মারধর করে চুল কেটে দিয়েছিল।

চৌগাছা উপজেলার সলুয়া পূর্বপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম থানায় লিখিত অভিযোগে জানান, বেলা ১১টার দিকে একই এলাকার আহাম্মদ আলীর ছেলে আব্দুস সালাম (৪৫) ও ইমরান হোসেন (২৩), মোহাম্মদ আলীর স্ত্রী আজুফা বেগম (৪০), হাসানের স্ত্রী শিউলী বেগম (২৬), সালামের স্ত্রী রেহেনা (৪০), সিরাজুলের স্ত্রী বিউটি বেগম (৪২) ও জামাল হোসেনের স্ত্রী শাপলা বেগমসহ (৩৫) আট-নয় জন তার স্ত্রীকে মারধর করে চুল কেটে দেয়।

পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডভুক্ত করে আটক সাতজনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এ বিষয়ে ওসি (তদন্ত) বলেন, এ ঘটনায় নয়জনকে আসামি করে মামলা হয়েছে। গ্রেফতার হওয়া এজাহারভুক্ত সাতজনকে সোমবার (২৭ জানুয়ারি) আদালতে পাঠানো হবে।

স্থানীয়রা জানায়, মাসখানেক আগে ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর পারিবারিক দ্বন্দ্ব হয়। গ্রাম্য সালিশ বিচারে তা মীমাংসাও হয়ে যায়। ওই ঘটনার সূত্র ধরে প্রতিবেশী কয়েকজন নারী-পুরুষ সকালে ওই গৃহবধূকে মারধর করে এবং চুল কেটে দেয়। পরে তাকে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়।

রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সকালে সলুয়া বাজারে কাঁচামাল বিক্রি করতে আসার পর বাড়ি থেকে তার ছেলে (৯) জানায়, প্রতিবেশী কয়েকজন তার মাকে মারপিট করছে। তিনি বাড়ি গিয়ে দেখেন স্ত্রী আহত অবস্থায় পড়ে আছে এবং তার মাথার চুল কাটা।

হাসপাতালে ভর্তি রফিকুলের স্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, তিনি নকশিকাঁথা, বিছানা চাদরসহ বিভিন্ন প্রকার হাতের কাজ করেন। এতে তার বেশ আয় হয় এবং সচ্ছলভাবে জীবনযাপন করেন। প্রতিবেশীদের কয়েকজন তাকে অপবাদ দিয়ে মারধর করে চুল কেটে দেয়। 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ: ২ আসামির স্বীকারোক্তি
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণ: ২ আসামির স্বীকারোক্তি
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে