X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পুলিশ-পাথর শ্রমিক সংঘর্ষ: দু’টি মামলা দায়ের, আসামি ৪-৫ হাজার

পঞ্চগড় প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২০, ১১:০১আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১১:৫৩

তেঁতুলিয়া থানা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে পুলিশ ও পাথর শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় রবিবার (২৬ জানুয়ারি) রাতে তেঁতুলিয়া থানায় দু’টি মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা এবং সরকারি সম্পদের ক্ষতিসাধন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা করেছে। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। 

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, সাব ইন্সপেক্টর লুৎফর রহমান একটি মামলার বাদী। আরেকটির বাদী আরেক সাব ইন্সপেক্টর শাহাদাত হোসেন। 

তিনি জানান, মামলায় কিছু আসামির নাম উল্লেখ করা হয়ছে। এছাড়া অজ্ঞাতনামা ৪-৫ হাজার জনকে আসামি করা হয়েছে। দু’টি মামলাই যেহেতু ঘটনাস্থল এক ও লোকজনও এক, এ কারণে দুই মামলাতেই আসামির সংখ্যাও এক। এই মুহূর্তে আসামিদের নাম প্রকাশ করা সম্ভব নয়। 

ভজনপুর এলাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রিল ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন হয়ে আসছিল। ফলে পরিবেশ, জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী যোগদানের পর থেকে সব ধরনের পাথর উত্তোলন বন্ধ করে দেন। প্রায় ৫ মাস ধরে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) রাতে পাথর উত্তোলনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে ঢাকঢোল পিটিয়ে সড়ক অবরোধের ঘোষণা দেয় ভজনপুর এলাকার পাথর শ্রমিক ও ব্যবসায়ীরা। পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবিতে সংশ্লিষ্ট দুয়েকটি সংগঠন ও ড্রেজার মালিকদের উসকানিতে রবিবার সকাল থেকে ভজনপুর বাজারে অবস্থান নেয় কয়েক হাজার পাথর শ্রমিক। পরিস্থিতি শান্ত করতে ওই এলাকায় পুলিশও মোতায়েন করা হয়। পাথর শ্রমিকরা সকাল ১০টায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের ভজনপুরে সড়ক অবরোধ করে। এসময় পুলিশ অবরোধকারীদের বাধা দিলে পাথর শ্রমিকেরা পুলিশের ওপর  পাথর ও ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পাথর শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে এক পাথর শ্রমিক নিহত এবং পুলিশ ও র‌্যাবের ১১ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন:

পঞ্চগড়ে র‌্যাব-পুলিশের সঙ্গে পাথর শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১ আহত ৩০

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া