X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
৪ শতাধিক ভুয়া অস্ত্রের লাইসেন্স দিয়ে প্রতারণা

আত্মসমর্পণকারী ৪৫ আসামি কারাগারে

রংপুর প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২০, ২২:৩৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২২:৪৮

রংপুর রংপুরে ৪শ’র বেশি ভুয়া অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ৪৫ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) বিকালে রংপুরের জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এ আদেশ দেন। রংপুরের দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী হারুনর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আইনজীবী জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী শামসুল ইসলাম প্রায় ৪শ’র বেশি ভুয়া লাইসেন্স তৈরি করে জনপ্রতি তিন-চার লাখ টাকা হাতিয়ে নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের ব্যক্তিদের কাছে সরবরাহ করে। এই লাইসেন্স নেওয়া ব্যক্তিদের বেশির ভাগই সাবেক সেনা সদস্য। বিষয়টি জানাজানি হলে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি দল অস্ত্রের লাইসেন্স শাখার অফিস সহকারী শামসুল ইসলামের কক্ষ তল্লাশি করে ৩৯১টি ভুয়া অস্ত্রের লাইসেন্সের কাগজ, নগদ ২০ লাখ টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে। এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অমূল্য চন্দ্র রায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে দুদক মামলাটি আমলে নিয়ে তদন্ত করে। তদন্ত শেষে ৩শ’ ৯১ জনের নামে গত বছরের ২০ জুন আদালতে চার্জশিট দাখিল করে।  সোমবার ওই মামলার চার্জশিটভুক্ত ৪৫ জন আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে।

তিনি আরও জানান, ৩শ’ ৯১ জন আসামির বিরুদ্ধে দুদক আইনের ২০০৪ সালের ১৯(৩) ধারা দণ্ডবিধি আইনের ৪৬৭/৪৬৮/৪৭১/৪৫৮ ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় চার্জশিট দাখিল করেছে দুদক। এই মামলার প্রধান আসামি অফিস সহকারী শামসুল ইসলাম দীর্ঘদিন কারাগারে থাকার পর হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিনে আছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট