X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৩ স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনের স্বীকারোক্তি

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ১৯:০০আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৯:৪৪

তিন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ২ আসামি টাঙ্গাইলের ঘাটাইলে ৩ স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক তিন আসামির মধ্য দুই জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে টাঙ্গাইলের আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত পরিদর্শক তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো উপজেলার সন্ধানপুর এলাকার মোখলেছ আলীর ছেলে বাবুল হোসেন (২১), নাজিরাবাদ এলাকার মৃত জব্বার আলীর ছেলে সবুজ ওরফে বাবু (৩০) ও মানাজিচানতারা এলাকার আনছার আলীর ছেলে ইউসুফ আলী খান (২৭)।

আদালত পরিদর্শক তানভীর আহমেদ বলেন, ‘মঙ্গলবার তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরমধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইউসুফ আলী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তার জবানবন্দি রেকর্ড করেন বিচারক সুমন কুমার রায়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাবুল স্বীকারোক্তি দেয়। তার জবানবন্দি রেকর্ড করেন বিচারক আরিফুল ইসলাম। পরে তিন আসামিকে কারাগারে পাঠানো হয়।’

ঘাটাইল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সোমবার (২৭ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়েছে। এরমধ্যে তিন জনকে আদালতে পাঠানো হয়। স্কুলছাত্রীদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।

মামলা ও ছাত্রীদের পরিবার সূত্রে জানা যায়, রবিবার (২৬ জানুয়ারি) বিদ্যালয় থেকে চার ছাত্রী তাদের দুই বন্ধুর সঙ্গে উপজেলার সাতকোয়া বন এলাকায় বেড়াতে যায়। সন্ধ্যায় ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের অপহরণ করে সাতকোয়া বনের গভীরে নিয়ে যায়। পরে ওই ছাত্রীদের পরিবারের কাছে ফোনে মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। কিন্তু পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তিন ছাত্রীকে ধর্ষণ ও আরেক ছাত্রীকে লাঞ্ছিত করে পালিয়ে যায়। এ সময় ওই দুই ছেলে বন্ধুকে মারধর করা হলে তারাও পালিয়ে যায়। এরপর শিক্ষার্থীরা ওই এলাকার একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় এক অভিভাবক বাদী হয়ে মামলা দায়ের করেন।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!