X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তথ্য প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ায় ১০ স্কুলশিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

জামালপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ২১:১৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:২০

জামালপুর জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেন উদ্বোধন উপলক্ষে তথ্য প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ায় একটি স্কুলের ১০ শিক্ষার্থীকে বেদম পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তারাকান্দি শাখা শাহীন স্কুলের পরিচালক রবিন হাসানকে (৩৫) মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ।  (২৮ জানুয়ারি) তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মহব্বত কবীর বিষয়টি নিশ্চিত করেন।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্র ও স্থানীয় সূত্র জানায়, ২৬ জানুয়ারি (রবিবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামালপুর এক্সপ্রেস ট্রেন উদ্বোধন উপলক্ষে মতিউর রহমান তালুকদার রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মো. মুরাদ হাসান উপস্থিত ছিলেন। টাঙ্গাইল থেকে পরিচালিত স্থানীয় শাহীন স্কুল অ্যান্ড কলেজের তারাকান্দি শাখার দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী ওই অনুষ্ঠানে যোগ দেয়। সোমবার শিক্ষার্থীরা স্কুলে এলে কোচিং সেন্টারের পরিচালক রবিন হাসান তাদের ওপর ক্ষুব্ধ হয় এবং অনুমতি না নিয়ে স্কুলের বাইরে যাওয়ার অভিযোগে শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে তিনি ১০ জন শিক্ষার্থীকে নির্মমভাবে মারধর করেন। এ ঘটনার পর মঙ্গলবার সকালে শিক্ষার্থী রকিবুল ইসলাম রনির বাবা শামীম আহমেদ তারাকান্দি তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দেন। পরে সকাল ১১টার দিকে পুলিশ শাহীন স্কুলের তারাকান্দি শাখার পরিচালক রবিন হাসানকে ক্যাম্পাস থেকে আটক করে।

মারধরের শিকার শিক্ষার্থীরা হলো– দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফি আল হাসান, শেখ জাহিদুর রহমান, রকিবুল ইসলাম রনি, শান্ত, সীমান্ত, নির্জন, রাকিব, মারুফ, সালমান ও নোমান। ঘটনাটি চেপে রাখার চেষ্টা করা হলেও শিক্ষার্থীরা বাড়ি ফেরার পর রাতে অসুস্থ হয়ে পড়ে এবং জানাজানি হয়।

শিক্ষার্থী রাফি আল হাসানের বাবা মোশরেকুল আলম লিচু জানান, তার ছেলে ও অন্য শিক্ষার্থীরা ট্রেন উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ায় স্কুলের পরিচালক তাদের মারধর করেছে। শিক্ষার্থীরা প্রথমে বলতে না চাইলেও গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ঘটনাটি তারা জানতে পারেন।

পুলিশ পরিদর্শক মহব্বত কবীর জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা