X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

করোনা প্রতিরোধে হিলি ইমিগ্রেশনে থার্মোমিটারই ভরসা!

হিলি প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২০, ০৯:২১আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০৯:৩০

পরামর্শ দিচ্ছে মেডিক্যাল টিম

করোনা ভাইরাস প্রতিরোধে হিলে ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টিম কাজ শুরু করেছে। তবে কর্তৃপক্ষের কাছে কোনও আধুনিক স্ক্যানার বা যন্ত্রপাতি নেই। শুধু থার্মোমিটারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে ভারত ফেরত যাত্রীদের। মৌখিক জিজ্ঞাসাবাদের মাধ্যমেই কাজ চালিয়ে নিচ্ছে সোমবার দুপুর থেকে চালু হওয়া তদারকি টিম।

এই মেডিক্যালের টিমের কাজ হলো, ভারত থেকে দেশে ফেরা যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও রোগের উপসর্গ দেখে সচেতনতামূলক পরামর্শ প্রদান।  

জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে চার সদস্য বিশিষ্ট মোট পাঁচটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে, রোটেশন অনুযায়ী দ্বায়িত্ব পালন করছেন তারা। প্রতিটি টিমে একজন করে মেডিক্যাল অফিসার, একজন মেডিক্যাল অ্যাসিসটেন্ট ও দুজন স্বাস্থ্য সহকারী রয়েছেন।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়া যাত্রী ইমরান হোসেন ও মাহমুদুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্প্রতি চীনে দেখা দেওয়া করোনা ভাইরাসে অনেক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে সেই দেশে। আশেপাশের অনেক দেশে ইতোমধ্যেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থলবন্দরগুলোতে করোনা ভাইরাস প্রতিরোধে কয়েকদিন আগে থেকেই মেডিক্যাল টিম কাজ শুরু করলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সোমবার দুপুরের পর থেকে কাজ শুরু হয়েছে। কিন্তু তারা শুধু ভারত থেকে দেশে ফেরা যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও থার্মোমিটার দিয়ে পরীক্ষাকরাসহ প্রাথমিকভাবে রোগী নির্ণয়ের কাজ করছেন। কোনও স্ক্যানার মেশিনও নেই।’

পরামর্শ দিচ্ছে মেডিক্যাল টিম

তিনি আরও বলেন, ‘সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের একজন রোগী পাওয়ার খবর পাওয়া গেছে। সেই অঞ্চলের কাছাকাছি হওয়ায় আমরা ঝুঁকির মধ্যে রয়েছি। তাই এই ভাইরাস প্রতিরোধে স্ক্যানার মেশিনসহ আধুনিক যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে মেডিক্যাল টিম কাজ শুরু করুক- এই দাবি জানাচ্ছি।’

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুস সাঈদ বাংলা ট্রিবিউনকে জানান, করোনা ভাইরাস প্রতিরোধে মেডিক্যাল টিম হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কাজ করছে, সেই টিম ভারত থেকে দেশে আসা, বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যাত্রীদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে, সেই সঙ্গে জ্বর, সর্দি-কাশি, মাথাব্যাথাসহ করোনা ভাইরাসের কোনও লক্ষণ আছে কিনা তা নিশ্চিত হচ্ছে। এছাড়াও এই রোগ প্রতিরোধে ও সচেতনতা বাড়াতে যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরামর্শ প্রদান করা হচ্ছে। তবে আমাদের এখানে কোনও স্ক্যানার মেশিন বরাদ্দ দেওয়া হয়নি, ফলে এখানে কোনও রোগীকে আমরা নির্ণয় করতে পারবো না। শুধু যাদের সন্দেহ হবে, তাদের নাম ঠিকানা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে জেলা সদর হাসপাতালের আইসল্যুশন ওর্য়ার্ডে পাঠানো হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি রফিকুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে মেডিক্যাল টিম কাজ করছে। তারা ভারত থেকে দেশে আসা যাত্রীদের নিয়মিতভাবে চেকআপ করছেন।’

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!