X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রেলস্টেশনে পড়ে থাকা সেই শতবর্ষী বৃদ্ধা ফিরে গেলেন স্বজনদের কাছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২০, ১৮:৩৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৯:১৬

রাহেলা খাতুনকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন থেকে উদ্ধার হওয়া শতবর্ষী বৃদ্ধা রাহেলা খাতুনকে অবশেষে তার পরিবার ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারের ১৭ দিন পর তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হলো।

রাহেলা খাতুন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত গোলাম নবী মন্ডলের স্ত্রী। তাকে নিয়ে গত ১৪ জানুয়ারি ‘বাংলা ট্রিবিউন’ একটি প্রতিবেদন প্রকাশ করে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাহেলা খাতুনের পরিচয় নিশ্চিত হওয়ার পর রাতেই তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান, ওই নারীর ছেলে আবুল কাশেম, পুত্রবধূ রহিমা বেগম, রামচন্দ্রপুর এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য বিল্লাল হোসেন ও প্রতিবেশী মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

রাহেলার পুত্রবধূ রহিমা বেগম জানান, যশোরের বেনাপোলে  ছোট ছেলের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তার শাশুড়ি। কয়েক দিন পর বড় ছেলের বাড়ি নাভারণে ফেরার পথে ভুলক্রমে খুলনা থেকে রহনপুরগামী মহানন্দা ট্রেনে উঠে পড়েন তিনি। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।   রাহেলা খাতুনকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে  

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আমরা যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে নিশ্চিত হয়েছি যে শতবর্ষী এই বৃদ্ধা  আবুল কাশেমের মা। আমরা ওই নারীকে তার পরিবারের কাছে অঙ্গীকারনামায় সাক্ষর করে হস্তান্তর করেছি। তবে সেখানকার প্রশাসনের নজরদারিতে থাকবেন তিনি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশনের পরিত্যক্ত একটি প্ল্যাটফর্মে শতবর্ষী ওই বৃদ্ধার অসহায় অবস্থায় পড়ে থাকার খবর প্রচার হলে, ১২ জানুয়ারি রাতে রহনপুর পুলিশ তদন্ত ফাঁড়ির এএসআই তৌহিদ মন্ডল ও ডিএসবি সদস্য নুরুন্নবী তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর রহনপুর পৌরসভার মেয়র ও স্থানীয় প্রশাসন তার দেখাশুনা করে আসছিলেন।

পরে গোমস্তাপুর উপজেলা প্রশাসন ওই বৃদ্ধার সন্ধান চেয়ে বিভিন্ন গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় প্রচার-প্রচারণা চালায়। এরই সূত্র ধরে তার স্বজনরা গত সোমবার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। মঙ্গলবার তার পরিচয় নিশ্চিত হয়। পরে বৃদ্ধাকে নিতে আসা তার স্বজনরা ও জনপ্রতিনিধি অঙ্গীকারনামায় সাক্ষর করে রাত ৯ টার দিকে বাড়ির পথে রওনা হন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক