X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ঘাটাইলে ৩ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনের স্বীকারোক্তি

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২০, ১৯:৫৮আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২০:০৭

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, টাঙ্গাইল ঘাটাইলে তিন স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রাসেল নামের আরও একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। বিকালে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারজানা হাসনাত জবানবন্দি রেকর্ড করেন। আদালত পরিদর্শক তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিন জনকে গ্রেফতার দেখিয়ে পুলিশ আদালতে পাঠালে দুই জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অন্যজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো চার জনে। এদের মধ্যে তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মামলা ও ছাত্রীদের পরিবার সূত্রে জানা যায়, রবিবার (২৬ জানুয়ারি) বিদ্যালয় থেকে চার ছাত্রী তাদের দুই বন্ধুর সঙ্গে উপজেলার সাতকোয়া বন এলাকায় বেড়াতে যায়। সন্ধ্যায় ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের অপহরণ করে সাতকোয়া বনের গভীরে নিয়ে যায়। পরে ওই ছাত্রীদের পরিবারের কাছে ফোনে মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। তবে পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তিন ছাত্রীকে ধর্ষণ ও অপর ছাত্রীকে লাঞ্ছিত করে পালিয়ে যায়। এসময় ছাত্রীদের দুই ছেলে বন্ধুকেও মারধর করা হয়। এরপর নির্যাতনের শিকার ছাত্রীরা ওই এলাকার একটি বাড়িতে আশ্রয় নেয়। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে।

পরেরদিন সোমবার (২৭ জানুয়ারি) নির্যাতিত ছাত্রীদের মধ্যে এক ছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এই চার জনকে গ্রেফতার করে পুলিশ।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়