X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রাবির ক্রপ সায়েন্স বিভাগের শিক্ষক নিয়োগ বাতিল

রাবি প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২০, ২০:৩১আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২০:৩৩




রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স বিভাগে তিন শিক্ষক নিয়োগকে বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। পাশাপাশি ২০১৬ সালে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বিচারপতি আশরাফুল আলম ও রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন।

নিয়োগ অবৈধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন, মামলার বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। তিনি বলেন, ক্রপ সায়েন্স বিভাগে সম্প্রতি যে তিন জন শিক্ষক নিয়োগ পেয়েছেন, আদালত সেই শিক্ষকদের নিয়োগ ও নতুন করে দেওয়া বিজ্ঞপ্তিটি বাতিল ঘোষণা করেছেন। একইসঙ্গে ২০১৬ সালে দেওয়া শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা আবেদন করেছিলেন আগামী ৩০ দিনের মধ্যে তাদের মধ্য থেকে শিক্ষক নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এরআগে, ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৪৯৭তম সিন্ডিকেট সভায় তিন সদস্যের বিরোধিতার মুখেও ক্রপ সায়েন্স বিভাগে তিন জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়া তিন জন হলেন, শামসুন্নাহার, মোক্তার হোসেন এবং রিজভী আহমেদ।

নিয়োগ বোর্ডের আগেই ক্রপ সায়েন্স বিভাগে শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন ওই বিভাগের শিক্ষক ও প্ল্যানিং কমিটির সদস্য অধ্যাপক আলী আসগর। ২৭ জানুয়ারি রিট পিটিশনে রায় দেওয়ার দিন ধার্য হওয়ায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘড়ি নিয়োগ দিতে ২৬ তারিখ সকালে ভাইভা ও সন্ধ্যায় সিন্ডিকেটে নিযোগ অনুমোদন দেন বলে অভিযোগ রয়েছে।

এ দিন নিয়োগ বোর্ডকে ‘অবৈধ’ দাবি করে এটি স্থগিতের দাবি জানিয়ে সকাল পৌনে ৯টার দিকে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর সোলাইমান চৌধুরী। পরে তার সঙ্গে সংহতি জানিয়ে সেখানে অবস্থান নেন বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান-উল-ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক প্রক্টর অধ্যাপক মুজিবুল হক আযাদ খানসহ পাঁচ জন শিক্ষক।

প্রসঙ্গত, ক্রপ সায়েন্স বিভাগে শিক্ষক নিয়োগের সার্কুলার হয়েছিল ২০১৬ সালে, পূর্ববর্তী শিক্ষক নিয়োগ নীতিমালা অনুযায়ী। সেখানে ৩৮টি আবেদনপত্র জমা পড়ে। উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান দ্বিতীয় মেয়াদে উপাচার্য হয়ে শিক্ষক নিয়োগের যোগ্যতা শিথিল করেন এবং ক্রপ সায়েন্স বিভাগের পুনঃসংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেন ২০১৯ সালের ৩০ জুলাই। সে সময় ৪৭টি আবেদনপত্র জমা হয়। পরে বিভাগের শিক্ষক ও প্ল্যানিং কমিটির সদস্য অধ্যাপক আলী আসগর নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন। এর প্রেক্ষিতে গত বছরের ২১ আগস্ট নিয়োগ প্রক্রিয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট একটি রুল জারি করেন।

/ওআর/টিটি/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
দারুল ইহসানের বৈধ সনদধারীদের এমপিওতে বাধা নেই
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বশেষ খবর
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
তীব্র গরমে উচ্চ স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
তীব্র গরমে উচ্চ স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ