X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মৎস্য কর্মকর্তাকে হত্যার হুমকি, উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

মানিকগঞ্জ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০০

জিডির কপি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলামকে হত্যার হুমকির অভিযোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির পাশাপাশি ওই মৎস্য কর্মকর্তা জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন মৎস্য কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ করেছেন।

হরিরামপুর থানায় দায়ের করা ওই জিডি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম তার দফতরে কাজ করছিলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের নির্দেশে পিন্টু, আমির হামজা, মো. আজম ও মো. শুভসহ কয়েকজন মৎস্য কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। তারা মৎস্য কর্মকর্তাকে জোর করে উপজেলা চেয়ারম্যানের কাছে নিয়ে যান। এ সময় উপজেলা পরিসংখ্যান বিভাগে গণনাকারী ও সুপারভাইজার নিয়োগকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান তাকে গালিগালাজ করেন। এরপর তাকে বদলিসহ হত্যার হুমকি দেন।

মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যানের লোকজন আমাকে টেনেহিঁচড়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভেতরে নিয়ে যান। এরপর গণনাকারী ও সুপারভাইজার পদে নিয়োগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। আমি নিয়োগ কমিটির সদস্য নয় বলে চেয়ারম্যানকে জানায়। এও জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর পরই উপজেলা চেয়ারম্যান আমাকে গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় আমি থানায় সাধারণ ডায়েরি করেছি।’

অভিযোগের বিষয়ে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, ‘আদমশুমারির কাজে লোকবল নিয়োগের বিষয়ে মৎস্য কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে লাঞ্ছিত বা হুমকি দেওয়ার অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’ তিনি বলেন, ‘মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এ নিয়ে প্রতিবাদ করাই তিনি মিথ্যা অভিযোগ করছেন।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিনা ইয়াসমিন বলেন, ‘উপজেলায় আদমশুমারির কাজের জন্য গণনাকারী ও সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৩০ জানুয়ারি এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নিয়োগের বিষয় নিয়ে মৎস্য কর্মকর্তাকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পেয়েছি। উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ