X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রাককে ট্রেনের ধাক্কা, নিহত ১

যশোর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২১

অরক্ষিত রেলক্রসিং (ছবি প্রতীকী) যশোরের অভয়নগর উপজেলার অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাককে খুলনাগামী বেতনা এক্সপেস ধাক্কা দিলে একজন নিহত হন। নিহত ব্যক্তি ট্রাকটির চালক আনিসুর রহমান ওরফে আনিস কাজী (৪০)। এ ঘটনায় চালকের সহকারী সাইফুল সরদার (২২) আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর উপজেলার ভাঙ্গাগেট এলাকার রেলক্রসিং দিয়ে ট্রাকটি অতিক্রমের সময় এ ঘটনা ঘটে।

নিহত আনিসুর রহমান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামের তবিবুর রহমান ওরফে তবি কাজীর ছেলে। আহত সাইফুল একই এলাকার রবিউল সরদারের ছেলে।

আনিস কাজীর প্রতিবেশী আকাশ এ প্রতিনিধিকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে নিহত আনিস কাজীর মরদেহ তার গ্রামের বাড়িতে আনা হয়। অন্যদিকে আহত সাইফুল খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে যশোর রেলওয়ে পুলিশের (জিআরপি) এএসআই রেজাউল করিম জানান, সকালে বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। ১১টা ১০ মিনিটের দিকে ট্রেনটি অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় পৌঁছায়। এসময় একটি খালি ট্রাক (যশোর-ট ১১-১৭১১) রেলক্রসিং পার হচ্ছিল। ট্রাকটি রেললাইনের মাঝ বরাবর পৌঁছালে ট্রেনটি তাতে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে রেললাইনের পাশে পড়ে যায় এবং ট্রাকচালক ও তার সহকারী মারাত্মক আহত হন। ট্রেনটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের ডাক্তার হাফিজা নারগিস জানান, আহত দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় জরুরি সেবা দিয়ে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

নিহত আনিস কাজীর প্রতিবেশী আকাশ আরও জানান, খুলনায় নিয়ে যাওয়ার পথে ট্রাকচালক আনিস কাজী মারা যান বলে অ্যাম্বুলেন্সের চালক আরিফ তাকে ফোনে জানান। আহত সাইফুল ইসলামকে খুলনার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

নওয়াপাড়া স্টেশনের মাস্টার মহসিন রেজা বলেন, ‘রেলক্রসিংটি অতিক্রমের সময় ট্রেন ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর আধঘণ্টা বেতনা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ ছিল। ক্ষতিগ্রস্ত অংশ অপসারণের পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এতে অন্য ট্রেন চলাচলে কোনও সমস্যা হয়নি।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা