X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষে আহত ১২

মাদারীপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২১

ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে তেলবাহী গাড়ি, ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ময়লার স্তুপে দেওয়া আগুনের ধোঁয়ার কারণে এ সংঘর্ষ হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আগুন নেভার পর প্রাইভেট কারটি অবস্থা প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার মস্তফাপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে বেশ কিছুদিন ধরে মাদরীপুর পৌরসভার আবর্জনা ও ময়লা রাখা হয়। বৃহস্পতিবার সকালে ওই ময়লায় আগুন ধরিয়ে দেন পরিচ্ছন্নতা কর্মীরা। ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়লে মহাসড়কে কিছুই দেখতে পাচ্ছিলেন না পরিবহন চালকরা। ফলে দুপুর ২টার দিকে ওই এলাকায় তেলবাহী একটি গাড়ির সঙ্গে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ জন আহত হন। তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা মাদারীপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইমন হোসেন রাসুল জানান, সংঘর্ষে প্রাইভেটকারে আগুন ধরে যায়। পরে পুলিশের কন্ট্রোল রুম থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে উৎসুক জনতা মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস বলেন, ‘মহাসড়কের পাশে রাখা ময়লায় আগুন দেওয়ায় যানবাহনের এই ত্রিমুখী সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী এই এলাকা থেকে ময়লা সরিয়ে নিতে এবং পুনরায় ময়লা না ফেলার দাবিতে মহাসড়ক অবরোধ করে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।’

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি