X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে আ.লীগের সম্মেলন এপ্রিলে

পঞ্চগড় প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০১

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আগামী ১২ এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগ, ৪ এপ্রিল আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তেঁতুলিয়া উপজেলায় আওয়ামী লীগের দুটি সম্মেলনে গঠিত দুই কমিটির তালিকা নিয়ে সমন্বয় করা হবে। শুক্রবার রাতে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনও বৈঠকে উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট এসব তথ্য নিশ্চিত করে জানান, রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তাকে (আনোয়ার সাদাত সম্রাট) সদস্য সচিব করে ৭১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সভায় খাদ্য, মঞ্চ, প্রচার, অভ্যর্থনাসহ বেশ কিছু উপকমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার রাতের বৈঠকে রেলপথমন্ত্রী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুজিব বর্ষ উদযাপনে জেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন। সভা সমাবেশের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানানোর আহ্বান জানান তিনি।

সভায় জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য রাখেন। সভায় মুজিববর্ষ উদযাপনে বিভিন্ন কর্ম পরিকল্পনা ও সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত হয়।  

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি