X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পদ্মার দুর্গম চরে বিদ্যুৎ সংযোগ

শরীয়তপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৮

 

বিদ্যুত সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম

চরআত্রা, নওপাড়া, কুণ্ডেরচর ও কাঁচিকাটা—চারিদিকে পদ্মাবেষ্টিত শরীয়তপুরের এই চারটি ইউনিয়ন প্রত্যন্ত চরাঞ্চল হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে এই চরাঞ্চলের অধিবাসীরা বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত। তবে শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে তাদের নতুন যাত্রা শুরু হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর পদ্মার এই চার দুর্গম চরে বিদ্যুৎ পৌঁছেছে। নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিচ্ছিন্ন এই চার চরাঞ্চলকে আলোকিত করা হয়েছে।

শনিবার দুপুর ২টায় চরআত্রা আজিজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। এসময় তিনি বলেন, গত সংসদ নির্বাচনের সময় চরবাসী বিদ্যুৎ সংযোগের দাবি তুলেছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচিত হলে এক বছরের মধ্যে চরে বিদ্যুৎ পৌঁছাবে। ৫শ’ বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। আগামী ৩০ জুনের মধ্যে চারটি ইউনিয়নের ১৬ হাজার পরিবার বিদ্যুৎ পাবে। উপকেন্দ্র ও সঞ্চালন লাইন করার জন্য যারা জমি দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে জেলার সকল বিচ্ছিন্ন ও অবহেলিত গ্রামগুলোতেও পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেন উপমন্ত্রী।

এসময় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী জয়নাল আবেদীন, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার এসএম আশ্রাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দেসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, শরীয়তপুরের পদ্মার তীর থেকে চরগুলোর দূরত্ব ৬-৭ কিলোমিটার। নদীর ওই দূরত্ব দিয়ে বিদ্যুৎ-সংযোগ দিতে পারছিল না শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। শরীয়তপুর-২ আসনের সংসদ পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের উদ্যোগে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওই চরাঞ্চলে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কাজ শুরু করে গত বছরের ফেব্রুয়ারি মাসে। মুন্সিগঞ্জের দীঘিরপাড় আর নড়িয়ার নওপাড়ার মধ্যে পদ্মার দৈর্ঘ্য এক কিলোমিটার। ওই এক কিলোমিটার অংশ সাবমেরিন কেবলের মাধ্যমে পদ্মানদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ সরবরাহের সঞ্চালন লাইন আনা হয়।

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ