X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্লাস্টিকের ফুল আমদানি বন্ধের দাবি ফ্লাওয়ার সোসাইটির

যশোর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৯

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ফ্লাওয়ার সোসাইটির নেতারা দেশে বাণিজ্যিকভাবে ফুলচাষকে হুমকির মুখে ফেলার অভিযোগে প্লাস্টিকের ফুল আমদানি বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির নেতারা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে সোসাইটির নেতারা বলেন, ‘দেশে বাণিজ্যিকভাবে ফুলচাষ ও বাজারজাত করা এখন একটি সম্ভাবনাময় সেক্টর। বর্তমানে দেশের ২৫ জেলার ছয় হাজার হেক্টর জমিতে বিভিন্ন ফুল উৎপাদন হচ্ছে। প্রায় ৩০ লাখ মানুষ ফুল উৎপাদন ও বাজারজাতের সঙ্গে সরাসরি জড়িত। কিন্তু গত কয়েক বছর ধরে প্লাস্টিকের ফুল আমদানি করছেন কিছু ইভেন্ট ব্যবসায়ী। যা দেখতে উৎপাদিত ফুলের মতোই। এই ফুল আমদানি করে এই সেক্টরটি ধ্বংসের চক্রান্ত করা হচ্ছে। ২০১০ সালে দেশে ফুলের বার্ষিক বাজারমূল্য ছিল ৫৫০ কোটি টাকা। ২০১৯-এ যা দাঁড়ায় এক হাজার ৫০০ কোটি টাকা। একসময় বিদেশ থেকে কোটি টাকার তাজা ফুল আমদানি হতো। কিন্তু এখন সেই আমদানি নির্ভরতা কমে গেছে।’

তারা আরও বলেন, ‘প্লাস্টিকের ফুল পরিবেশের জন্যে ক্ষতিকর। এই ফুল আমদানি দেশে বেকারত্ব বৃদ্ধি ও অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। অবিলম্বে সরকারকে এটি বন্ধে পদক্ষেপ নিতে হবে।’

প্লাস্টিকের ফুল আমদানি বন্ধ, গণসচেতনতা বৃদ্ধি, আমদানি ফুলের ওপর ৫০০ শতাংশ ট্যাক্স ও ভ্যাট বৃদ্ধি, সরকারি সব অনুষ্ঠানে প্লাস্টিকের ফুল ব্যবহার বন্ধ এবং সব অনুষ্ঠানে তাজা ফুলের ব্যবহার সুনিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান ফুলচাষিরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মীর বাবরজান বরুণ, মাহবুব হাসান, রনি আহমেদ, জমির আহমেদ, গিয়াসউদ্দিন, ফজলুর রহমান, জামির হোসেন প্রমুখ। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা