X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস সন্দেহে ভর্তি চীন ফেরত শিক্ষার্থীর নমুনা সংগ্রহ

বরগুনা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫০আপডেট : ০৫ মার্চ ২০২০, ১৭:২৫




বরগুনায় করোনা ভাইরাস সন্দেহে ভর্তি চীন ফেরত শিক্ষার্থীর নমুনা সংগ্রহ বরগুনা জেলা সদর হাসপাতালে করোনা ভাইরাস সন্দেহে চিকিৎসাধীন চীন ফেরত শিক্ষার্থীর নমুনা (রক্ত, নাক ও গলা থেকে সোয়াপ) সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) ল্যাবে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনায় সংবাদ সম্মেলনের মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনার সিভিল সার্জন মিলনায়তনে করোনা ভাইরাস নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এরআগে, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিনিধিরা ওই শিক্ষার্থীর নমুনা সংগ্রহ করেন।

সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন বলেন, বরগুনায় চীন থেকে ফেরত আসা চার জন সুস্থ আছেন। এদের মধ্যে সম্প্রতি ফেরা এক শিক্ষার্থীর জ্বর হলেও, করোনা ভাইরাস আক্রান্ত হলে যে সব লক্ষণ দেখা দেয়, তা তার মধ্যে নেই। তারপরও উন্নত পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) প্রতিনিধিরা ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন। পরীক্ষার পর আসল তথ্য জানা যাবে।

বরগুনায় করোনা ভাইরাস সন্দেহে ভর্তি চীন ফেরত শিক্ষার্থীর নমুনা সংগ্রহ করেছেন আইইডিসিআরের প্রতিনিধিরা এসময় তিনি আরও বলেন, করোনা ভাইরাস সন্দেহে একজন চীন ফেরত শিক্ষার্থী হাসপাতালে ভর্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

হাসপাতাল কর্তৃপক্ষ ও ওই শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার এক গ্রামের বাসিন্দা ওই শিক্ষার্থী মাস তিনেক আগে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বৃত্তি পেয়ে চীনের শানডং প্রদেশের রিজাউ শানডং ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিলেন। সম্প্রতি চীনে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হলে ১২ তারিখ তিনি দেশের উদ্দেশে রওনা হন। চীনের গুয়াংজু এয়ারপোর্ট থেকে তাকে করোনা ভাইরাসমুক্ত ছাড়পত্র দিলে তিনি ১৫ তারিখ বাংলাদেশে পৌঁছান। সেখান থেকে ১৬ তারিখ গ্রামের বাড়ি বরগুনায় পৌঁছালে শরীরে জ্বর আসে। পরে তাকে বরগুনা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!