X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

৩০ বছর ধরে জমজমাট মুকসুদপুরের ‘বৌ বাজার’

মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৪

ক্রেতা-বিক্রেতাদের সিংহভাগই নারী

১৯৯০ সালের দিকে গাভীর দুধ বিক্রির জন্য গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচরের গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কের পাশে জমায়েত হতেন স্থানীয় নারীরা। ক্রেতা বৃদ্ধির সঙ্গে সেখানে গড়ে ওঠে চা থেকে শুরু করে নৃত্য প্রয়োজনীয় পণ্যের দোকান। যেখানে ক্রেতা-বিক্রেতাদের বেশিরভাগই নারী। যে কারণে চার একর জায়গা নিয়ে গঠিত বাজারটির নামকরণ করা হয় ‘বৌ বাজার’ । দীর্ঘ ৩০ বছরের পুরনো এই বাজার দিনে দিনে আরও জমজমাট হয়েছে।

নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রায় অর্ধশতাধিক দোকান নিয়ে ৩০ বছর ধরে চলছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর এই ‘বৌ বাজার’। সরেজমিনে গিয়ে দেখা যায়, এখানে অর্ধশতাধিক দোকান রয়েছে। বেশিরভাগ দোকানের বিক্রেতাই নারী। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত শতাধিক বিক্রেতা এই বাজারে জামা-কাপড়, দুধ, মাছ-মাংস, শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেন। সন্ধ্যায় নারীদের চা ও রুটির দোকানে বসে জমজমাট আড্ডা। আর এ আড্ডায় দেখা যায় কৃষান-কৃষানি থেকে শুরু করে বিভিন্ন বয়সের চাকরিজীবীদের। তবে বাজারটি টিকিয়ে রাখতে হলে নারী বিক্রেতাদের অংশগ্রহণ নিশ্চিত করা ও আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা জরুরি বলে মনে করেন স্থানীয়রা।

ক্রেতা-বিক্রেতাদের সিংহভাগই নারী

 

মঞ্জু রানী বিশ্বাস নামে এক বিক্রেতা বলেন, ‘আমি ১০ বছর ধরে এখানে বিভিন্ন পণ্য বিক্রি করে আসছি। এখানে বেচাকেনায় আমাদের কোনও সমস্যা হয় না। তবে এ বাজারে একটি আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা করা জরুরি।’ স্মৃতি বাইন নামে আরেক বিক্রেতা বলেন, ‘এখানে আমরা কোনও ঝামেলা ছাড়াই বেচাকেনা করতে পারি। দীর্ঘদিন ধরে নারীরাই এ বাজার পরিচালনা করে আসছে। তবে বাজারটি উন্নয়নের দিকে সরকারের নজর দেওয়া উচিৎ।’

নিখিল বাইন নামে এক ক্রেতা বলেন, ‘এ বাজারে নারীরা সবজি,  গাভীর দুধ, হাঁস-মুরগিসহ বিভিন্ন নিত্যপণ্য বিক্রি করে। এছাড়াও অনেক নারী দোকানে চা ও রুটি বিক্রি করে। এখানে ন্যায্যমূল্যেই এসব পণ্য বিক্রি হয়। বেচাকেনায় কোনও ঝামেলা নেই।’

ক্রেতা-বিক্রেতাদের সিংহভাগই নারী

জলিলপাড় ইউপি চেয়ারম্যান অখিল বৈরাগী জানান, পেশাগত কারণে পুরুষরা সারাদিন ব্যস্ত থাকায় পরিবারের নারী সদস্যরাই দীর্ঘ ৩০ বছর ধরে এই বৌ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য বেচাকেনা করে আসছে। বাজারে টিউবওয়েল, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…