X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পিঠা উৎসবকে ফিরিয়ে আনতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৮

পিঠা উৎসবকে ফিরিয়ে আনতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

গ্রাম বাংলার পিঠার ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেছেন, ‘পিঠা উৎসবকে পরিবারের মধ্যে ফিরিয়ে আনতে হবে। পিঠা মানে বাঙালি, বাঙালি মানে পিঠা-পার্বণ। এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী সিটি করপোরেশনের গ্রিন প্লাজায় চার দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব ১৪২৬ (বঙ্গাব্দ) উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘প্রতিবছর রাজশাহীতে পিঠা উৎসব আয়োজনের একটি তারিখ নির্ধারণ করলে তা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণায়ণালয়ের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে। এর আগে পিঠা উৎসব শুধু ঢাকায় পালন করা হতো। এবার ঢাকার বাইরে রাজশাহী এবং সিলেটে এই উৎসব পালন করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এই উৎসব পালন করার পরিকল্পনা করা হচ্ছে।’

পিঠা উৎসবকে ফিরিয়ে আনতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

কে এম খালিদ বলেন, ‘পাটিসাপটা রাজশাহীর একটি ঐতিহ্যবাহী পিঠা। পাটিসাপটা পিঠাকে ব্র্যান্ডেড করার ওপর গুরুত্বারোপ করেন।’

নাট্য ব্যক্তিত্ব ম. হামিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেণী এবং জাতীয় পিঠা উৎসবের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম এবং রাজশাহী পিঠা উৎসবের সমন্বয়ক অধ্যাপক মলয় ভৌমিক বক্তৃতা করেন।

২০ ফেব্রুয়ারি রাত ৯টা পর্যন্ত পিঠা উৎসব চলবে। উৎসব মঞ্চে বিকাল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, নৃত্য, সংগীত, আবৃত্তিসহ লোকজ পরিবেশনা থাকবে প্রতিদিন।

এদিকে সোমবার বিকেলে নগরীর মিঞাপাড়ায় অবস্থিত ঋত্বিক ঘটকের পৈত্রিক বাড়িটি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী কেএম খালিদ। এসময় তার সঙ্গে রাজশাহীর সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর তিনি বলেন, ‘ঋত্বিক ঘটকের বাড়িটি ঐতিহ্যবাহী। এই বাড়ি রক্ষায় প্রত্মতত্ত্ব অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে আলোচনা করে আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে।’

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’