X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘বন্দুকযুদ্ধে’ নিহত ২, পুলিশের দাবি ডাকাত

দিনাজপুর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪০

বন্দুকযুদ্ধ

দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জন ডাকাত সদস্য নিহত এবং এসময় পুলিশের চার সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে নবাবগঞ্জ উপজেলার শালখুড়িয়া ইউনিয়নের ছোট মাগুরা গ্রামে এই ঘটনা ঘটে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ আরও জানায়, নিহত দুই ডাকাত হলো- গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (২৮) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হামিদ আলীর ছেলে ওয়াজেদ আলী (৩০)।

আহত চার পুলিশ সদস্য হলেন- নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামসুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) রিমেল মানিক, কনস্টেবল তুষার ও কনস্টেবল কাদের।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চালিয়ে মঙ্গলবার রফিকুল ইসলাম ও ওয়াজেদ আলীকে আটক করে পুলিশ। দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার ভোরে নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নের ছোট মাগুরা গ্রামে অভিযানে যায় পুলিশ। আটক দুই ডাকাত সদস্যের সহযোগীরা বিষয়টি টের পেয়ে পুলিশের ওপর গুলি ছোড়ে। ডাকাতদের ছোড়া গুলিতে চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়। পরে পুলিশের পাল্টা গুলিতে ডাকাত সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম ও ওয়াজেদ আলীর মরদেহ উদ্ধার করা হয়।

আহত চার পুলিশ সদস্যকে পুলিশের নিজস্ব হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সকালে নিহত দুই ডাকাতের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান জানান, এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’