X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যমন্ত্রীর এলাকার হাসপাতালে আবাসিক চিকিৎসক ১৪ দিন ধরে অনুপস্থিত

মানিকগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৭

মানিকগঞ্জ জেলা হাসপাতাল মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ এরফান গত ১৪ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডাক্তার মো. আরশাদ উল্লাহ জানালেন তার ফোনটিও বন্ধ। এক মাসের অর্জিত ছুটি চলতি মাসের ১০ ফেব্রুয়ারি শেষ হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। এ বিষয়ে ওই চিকিৎসক কিছু জানাননি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে গিয়ে কথা হয় তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহর সঙ্গে। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রীর জেলার হাসপাতালে বিনা অনুমতিতে আবাসিক চিকিৎসকের অনুপস্থিতি মোটেই কাম্য নয়। এমনিতেই হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। এরমধ্যে একজন চিকিৎসক না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকছেন, বিষয়টি মেনে নেওয়া যায় না।

হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ জানুয়ারি ৩০ দিনের অর্জিত ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন ডা. মোহাম্মদ এরফান। গত ১০ ফেব্রুয়ারি তার কর্মস্থলে যোগদানের কথা। কিন্তু ১৪ দিন অতিবাহিত হলেও তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুপস্থিতির বিষয়ে কিছুই জানাননি।

চিকিৎসক এরফানের ছুটির আবেদন নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ডাক্তার জানান, খোদ মন্ত্রীর এলাকার জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার না থাকা শিষ্টাচারের লঙ্ঘন।

এ বিষয়ে কথা বলতে আবাসিক চিকিৎসক মোহাম্মদ এরফানের ব্যক্তিগত দুটি মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও সেগুলো বন্ধ পাওয়া যায়।

এদিকে হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. হুমায়ুন কবীর বলেন, কেন তিনি কাজে যোগদান করছেন না, তা আমার জানা নেই।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আরশাদ উল্লাহর সঙ্গে কথা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের