X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দূষণের ভয়ে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণে স্থানীয়দের বাধা

নোয়াখালী প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:১১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৭


স্থানীয় লোকজনের বাধার মুখে নোয়াখালী পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণ কাজ উদ্বোধন করা সম্ভব হয়নি। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলার ধুমচর এলাকায় পৌরসভার মালিকানাধীন এ প্রকল্পের কাজ উদ্বোধন করার কথা ছিল।

কিন্তু এর আগে, ভোর থেকে স্থানীয় লোকজন পরিবেশ দূষণের আশঙ্কায় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণে বাধা দিতে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ ও মিছিল-সমাবেশ করেন।

ধুমচর এলাকার বাসিন্দা আবদুর রহমান জানান, বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণ করা হলে, এ এলাকার পরিবেশের বিপর্যয় ঘটবে। দুর্গন্ধে আমরা বসবাস করতে পারবো না। তাই এটি অন্য জায়গায় স্থাপন করার জোর দাবি জানাচ্ছি।

তবে প্রকল্প পরিচালক প্রকৌশলী জহির উদ্দিন দেওয়ান বলেন, সরকার সব দিক বিবেচনা করেই প্রকল্পটি হাতে নিয়েছে। বিজ্ঞানসম্মতভাবে এখানে বর্জ্য ব্যবস্থাপনা করা হবে। এতে পরিবেশ বা স্থানীয়দের কোনও ক্ষতি হবে না।

এদিকে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপনে বাধা দেওয়ার ঘটনায় কারও ইন্ধন থাকতে পারে বলে অভিযোগ করেছেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল।

তিনি বলেন, প্রায় দেড় একর জায়গায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। তবে লোকজনের বাধার কারণে প্রকল্পের কাজ উদ্বোধন স্থগিত করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং মন্ত্রণালয়েও চিঠি দিয়ে জানানো হয়েছে। 

উল্লেখ্য, পৌর এলাকার আইউবপুরে দীর্ঘদিন ধরে শহরের সব ধরনের আবর্জনা নিয়ে রাখা হচ্ছিল। তবে গত ৮ ফেব্রুয়ারি থেকে নোয়াখালী পৌরসভার বিভিন্ন এলাকায় সড়কের পাশে, বাসাবাড়ি, হাসপাতাল, হাঁট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতের সামনে থেকে ময়লা আবর্জনা অপসারণ করা হচ্ছে না। যত্রতত্র পড়ে থাকা ময়লা আবর্জনার দুর্গন্ধে শহরের পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!