X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পরাজিত প্রার্থীর ওপর হামলার দায়ে ইউপি চেয়ারম্যান কারাগারে

বরগুনা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫৮





বরগুনা ২০১৬ সালে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী জুয়েল খানের ওপর হামলার অভিযোগে জয়ী চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজি এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আট দিন পর ২৪ মার্চ নির্বাচিত চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া অসুস্থ হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে তার খোঁজ নিতে যান জুয়েল খান। এ সময় গোলাম কিবরিয়া তার সহযোগীদের নিয়ে জুয়েল খানের ওপর হামলা চালান। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে ওই দিনই দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন জুয়েল খান। ওই মামলায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত। তবে চেয়ারম্যান গোলাম কিবরিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাদী জুয়েল খান বলেন, ‘আমি ন্যায় বিচার পেয়েছি। আমার ওপর যে হামলা করা হয়েছে, তাতে আদালত চেয়ারম্যানকে দণ্ড দিয়ে ন্যায় বিচারের পথ সুগম করেছেন।’
আসামিপক্ষের আইনজীবী এম মুজিবুল হক কিসলু বলেন, ‘আমার মক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবো।’ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে গোলাম কিবরিয়া দণ্ডিত হওয়ায় তাকে ইউপি চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত হতে হবে বলেও জানিয়েছেন তার আইনজীবী।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ