X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

উয়ারী-বটেশ্বরে প্রত্নতাত্ত্বিক খনন পুনরায় শুরু

নরসিংদী প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮

উয়ারী-বটেশ্বরে প্রত্নতাত্ত্বিক খনন পুনরায় শুরু নরসিংদীর বেলাবতে উয়ারী-বটেশ্বর এলাকায় প্রত্নতাত্ত্বিক খনন ২০১৯-২০ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় এ উপলক্ষে আমলাব ইউনিয়নের উয়ারী গ্রামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। ঐতিহ্য অন্বেষণের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সরকারের সীমিত আর্থিক অনুদানে উয়ারী-বটেশ্বরে পুনরায় এই খননের কাজ শুরু হলো। প্রত্নতাত্ত্বিক খনন চলাকালে উয়ারী গ্রামে একটি উন্মুক্ত জাদুঘরে প্রদর্শনীর ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐতিহ্য অন্বেষণের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নূহ-উল আলম লেনিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্তি সচিব) হান্নান মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ আনোয়ারুল নাসের, ঐতিহ্য অন্বেষণের নির্বাহী পরিচালক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি ড. বুলবুল আহম্মেদসহ আরও অনেকে। অনুষ্ঠানে গাজী কালুর জীবনী থেকে পুঁথিপাঠ করে শোনান আশরাফুল ইসলাম।

উল্লেখ্য, উয়ারী-বটেশ্বর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। ইতোপূর্বের প্রত্নতাত্ত্বিক খননে এখানে আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গ, নগর, রাস্তা, পোড়ামাটির বাসন, মুদ্রা-ভাণ্ডারসহ উপমহাদেশের প্রাচীনতম ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা আবিষ্কৃত হয়। যা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ সংযোজন। এখানে ২০০০ সাল থেকে নিয়মিত প্রত্নতাত্ত্বিক খনন চালিয়ে আসছে ঐতিহ্য অন্বেষণ।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ