X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাবিতে আমরণ অনশন, অসুস্থ ৩৫ শিক্ষার্থী

রাবি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৮

অনশনে শিক্ষার্থীরা বিভাগের নাম পরিবর্তনের দাবিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে আমরণ অনশন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান করার দাবি তাদের। অনশনে এ পর্যন্ত ৩৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মসূচি চলছে।

শিক্ষার্থীদের মধ্যে তিনজন গতকাল রাতে এবং বাকিরা আজ অসুস্থ হয়ে পড়েন।তারা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অনশন কর্মসূচি শুরু পর থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয়, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর কয়েক দফা শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিতের অনুরোধ করেন। কিন্তু শিক্ষার্থীরা উপচার্যের কাছ থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছেন।
বিভাগের তৃতীয় বর্ষের অনশনরত শিক্ষার্থী গালিব বলেন, ‘আমরা গতকাল থেকে অনশন চালিয়ে যাচ্ছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও কোনও ব্যবস্থা নেয়নি। উপাচার্য স্যার রাজশাহীর বাইরে আছেন। তিনি এলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু আমরা এরকম আশ্বাস অনেক পেয়েছি। এখন আর আশ্বাস নয়, বাস্তবায়ন চাই। উপাচার্য স্যার নিজ মুখে আশ্বাস না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবো।’
জানতে চাইলে ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থীরা গতকাল থেকে এখানে অনশন করছে। আমরা তাদের বলেছি, উপাচার্য স্যার ঢাকায় আছেন। তিনি বিষয়টি অবগত, আজ রাজশাহী ফেরার কথা রয়েছে। তিনি না আসা পর্যন্ত আমরা কোনও সিদ্ধান্ত দিতে পারবো না।’
প্রসঙ্গত, পিএসসিতে বিষয় কোড অন্তর্ভুক্তির দাবি জানিয়ে গত ১৯ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা