X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘ফুলের বাগানের বদলে দেশে ক্যাসিনোর বাগান গড়া হয়েছে’

বাগেরহাট প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৭




যুব কমিউনিস্ট ক্যাম্পে বক্তব্য রাখছেন মুজাহিদুল ইসলাম সেলিম গত পঞ্চাশ বছর যারা দেশ পরিচালনা করেছেন তাদের হাতে দেশের ভবিষ্যত নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ‘আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি তখন একটা গান গাইতাম, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। সেই সুন্দর স্বপ্ন তারা ধ্বংস করে দিয়ে, ফুলের বাগানের বদলে দেশে ক্যাসিনোর বাগান গড়া হয়েছে। দেশকে দুরাচারের অরণ্যে পরিণত করেছে। তাদের হাতে ভবিষ্যৎ ছেড়ে দেওয়া যায় না।’

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশনের এসি লাহা মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দু’দিনব্যাপী খুলনা বিভাগীয় যুব কমিউনিস্ট ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘লড়াইয়ের পর মুক্তাঞ্চল গঠন করে আমরা স্বাধীন প্রশাসন প্রতিষ্ঠা করেছিলাম। সেখানে কোনও ঘুষ ও দুর্নীতি ছিল না। সেখানে কোনও নারী ধর্ষণ, নারী নির্যাতন হতো না। সেখানে চুরি চামারি, বাটপারি, ডাকাতি হতো না। সেই মুক্তাঞ্চলে স্বপ্ন দেখতাম, স্বাধীন হলে সুন্দর ফুলের বাগানের মতো দেশ প্রতিষ্ঠা করবো।’

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। ১৬ কোটি মানুষের মধ্যে ৯৯ ভাগ শোষিত, বঞ্চিত। এদের নিয়ে একভাগ শোষক লুটেরাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। ২০ বছরে পাকিস্তান বাঙালির সম্পদ বিদেশে যতটা না পাচার করেছে, গত ১০ বছরে ১০ গুণ সম্পদ পাচার হয়ে গেছে। দেশের সম্পদ বিদেশে পাচার করা যাবে না, এর জন্যই অস্ত্র তুলে নিয়েছিলাম। সেটা যদি ন্যায়সঙ্গত হয়, আজ যারা বাংলার সম্পদ বিদেশে পাচার করছে, সেই এক শতাংশ লুটেরা ধনিক ও তাদের দালালদের বিরুদ্ধেও ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত লড়াই ও বিদ্রোহ করতে হবে।’

কমিউনিস্ট পার্টির বাগেরহাট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তুষার কান্তি বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত যুব ক্যাম্পে আরও বক্তব্য দেন পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য সরদার রুহিন হোসেন প্রিন্স, রতন সেন পাবলিক লাইব্রেরির সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক মুজিবর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল প্রমুখ।

২৮ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় যুব কমিউনিস্ট ক্যাম্প শেষ হবে। এই ক্যাম্পে খুলনা বিভাগের পাঁচ জেলার শতাধিক তরুণ অংশ নিয়েছেন। দু’দিনের যুব ক্যাম্পে অংশ নেওয়া তরুণদের দলের নানা সাংগঠনিক বিষয়ে প্রশিক্ষণ দেবেন পার্টির নেতারা।

 

আরও পড়ুন:
বঙ্গবন্ধু কানে কানে বললেন, জয় বাংলা স্লোগানটা একটু দে: মুজাহিদুল ইসলাম সেলিম

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন