X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম সিটি নির্বাচন পেছানোর সুযোগ নেই: ইসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:০০আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০০

চট্টগ্রাম সিটি নির্বাচন পেছানোর সুযোগ নেই: ইসি এইচএসসি পরীক্ষাসহ নানা কারণে চট্টগ্রাম সিটি নির্বাচন পেছানোর কোনও সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এটি পুরো মাসব্যাপী চলবে। এরপর রোজা এবং ঈদ-উল-ফিতর রয়েছে। তাই নির্বাচন পেছানো সম্ভব নয়। তবে অন্যান্য দেশের মতো সরকারি ছুটি ঘোষণা না করে নির্বাচন করা যায় কিনা ভেবে দেখছে কমিশন।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, ‘২৯ মার্চ ছাড়া আমাদের কাছে যে অপশন ছিল, তা হচ্ছে পুরো বর্ষার মধ্যে নির্বাচন করা। কিন্তু এটা কল্পনাও করতে পারি না, কারণ আমরা যতটুকু জেনেছি বর্ষাকালে জলাবদ্ধতায় চট্টগ্রামের রাস্তাঘাট ডুবে থাকে।’

বিএনপি প্রার্থীর সব বুথে সেনা অফিসার মোতায়েনের দাবির বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচনে কখনও আমরা সেনা মোতায়েন করিনি। এবারও করবো না। কেন্দ্রে সেনাবাহিনীর উপস্থিতি থাকবে, তারা পোশাকে থাকবেন। তবে অস্ত্র থাকবে না। তারা শুধুমাত্র ইভিএম এর টেকনিক্যাল বিষয়গুলো দেখবেন।’

তিনি আরও বলেন, আমরা এতটুকু আশ্বস্ত করতে পারি, কেন্দ্রে কোনও ঝামেলা হবে না। আমরা নির্বাচনের সব ধরনের পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছি। আপনার ভোট আপনি কেন্দ্রে গেলেই দিতে পারবেন।’

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাই নিয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি