X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের পুলিশ বক্সে বোমাই বিস্ফোরণ হয়েছিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২২আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৯

চট্টগ্রামের পুলিশ বক্সে বোমাই বিস্ফোরণ হয়েছিল চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় পুলিশ বক্সে ইলেকট্রিক সার্কিট বক্স নয় বোমা বিস্ফোরণ হয়েছিল। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম এ তথ্য জানিয়েছেন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আমেনা বেগম সাংবাদিকদের বলেন, ‘ষোলশহর দুই নম্বর গেট পুলিশ বক্সে বিস্ফোরণকে প্রথমে সিগন্যাল বাতির মেশিন বিস্ফোরণ মনে করেছিলাম। কিন্তু ঘটনার পর আমাদের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা বিষয়টি খতিয়ে দেখে। এরপর নিশ্চিত হয়েছি এটি বোমার বিস্ফোরণ। এ ধরনের ঘটনার পর আরও হামলার আশঙ্কা থাকে। তাই সবাইকে সব জায়গায় নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এটি স্থানীয়ভাবে তৈরি একটি আইইডি বোমা ছিল। তবে যারা এটি করেছে খুব কাঁচা হাতের কাজ ছিল। কারা করেছে, কেন করেছে, এটি আমরা তদন্ত করছি। ঘটনাস্থল থেকে বিস্ফোরক জাতীয় দ্রব্য জিআই ফাইভ ও বেয়ারিংয়ের লোহার বল উদ্ধার করা হয়েছে।’

এই ঘটনার সঙ্গে এর আগে ঢাকায় পুলিশ বক্সে বিস্ফোরিত বোমার মিল আছে কিনা জানতে চাইলে আমেনা বেগম বলেন, ‘ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিটের ১১ সদস্যের একটি টিম সকালে এসেছে। তারা সবকিছু খতিয়ে দেখছে। যাচাই বাছাই করে দেখার পর আরও নিশ্চিত হতে পারবো।’

প্রসঙ্গত, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ষোলশহর দুই নম্বর গেট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা