X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

আউয়ালের দুর্নীতির মামলা প্রত্যাহারে আ.লীগ নেতাকর্মীদের মিছিল

পিরোজপুর প্রতিনিধি
০৫ মার্চ ২০২০, ১৯:৫২আপডেট : ০৫ মার্চ ২০২০, ২১:২৬

আউয়ালের দুর্নীতির মামলা প্রত্যাহারে আ.লীগ নেতাকর্মীদের মিছিল পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিক্ষোভ মিছিল করে পিরোজপুর পৌর আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগ। মিছিলটি শহরের টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন নান্না, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ ও ফয়সাল মাহাবুব শুভ।

এদিকে পিরোজপুর থেকে গত ৩ মার্চ তাৎক্ষণিক প্রত্যাহার হওয়া জেলা ও দায়রা জজ আবদুল মান্নান পিরোজপুর ত্যাগ না করা পর্যন্ত আদালত বর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছেন পিরোজপুর আইনজীবী সমিতির সদস্যরা। তারা বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে প্রতিবাদ সভা করেন।

আউয়ালের দুর্নীতির মামলা প্রত্যাহারে আ.লীগ নেতাকর্মীদের মিছিল এর আগে, মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পিরোজপুর জেলা জজ আদালতে আউয়াল ও তার স্ত্রী লায়লা দুর্নীতির মামলায় জামিনের আবেদন করেন। বিচারক আবদুল মান্নান জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপরই জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল মান্নানকে প্রত্যাহার করা হয়। এই ঘটনার মাত্র চার ঘণ্টা পর আউয়াল ও তার স্ত্রীকে আরেকটি আদালত পুনর্বিবেচনা করে জামিন দেন। 

প্রসঙ্গত, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পিরোজপুর-১ (পিরোজপুর-নাজিরপুর-নেছারাবাদ উপজেলা) আসনের সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনের বিরুদ্ধে গত বছরের ৩০ ডিসেম্বর দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে বরিশাল দুদক কার্যালয়ে তিনটি মামলা করেন।

আরও পড়ুন:
রূঢ় ও অশালীন আচরণ করায় বিচারককে প্রত্যাহার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী ও দুদক চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক

আবেদন খারিজের ৪ ঘণ্টার মধ্যেই জামিন পেলেন আউয়াল দম্পতি

দুর্নীতির মামলায় স্ত্রীসহ সাবেক এমপিকে কারাগারে পাঠানোর আদেশ

 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট