X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিএনপি এখন নেতৃত্ব শূন্য: জিএম কাদের

রংপুর প্রতিনিধি
০৬ মার্চ ২০২০, ২২:৩৩আপডেট : ০৬ মার্চ ২০২০, ২২:৫২

রংপুরে এক কর্মী সভায় বক্তব্য দিচ্ছেন জিএম কাদের বিএনপির এখন কোনও সাংগঠনিক ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, ‘বিএনপি এখন নেতৃত্ব শূন্য। দিলটির এক নেতা কারাগারে, আরেক নেতা বিদেশে পলাতক রয়েছেন।’

শুক্রবার (৬ মার্চ) রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জেলা জাপা কার্যালয়ে অনির্ধারিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘এখন সবার একটাই দায়িত্ব দলকে সুসংঠিত ও শক্তিশালী করা। আওয়ামী লীগ ছাড়া দেশ পরিচালনা করার ক্ষমতা জাতীয় পার্টির আছে। এদিকে লক্ষ রেখেই কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টিতে এখন কোনও বিভক্তি নেই। যতটুকু আছে তা সাময়িক। কেউ বিভক্তির চেষ্টা করলে অতীতের মতো আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।’ জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী বলে দাবি করেন জিএম কাদের।

ক্যাসিনোর গড ফাদার এবং পাপিয়া কাণ্ডে জড়িতদের মুখোশ খুলে দিয়ে সবাইকে আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক প্রমুখ।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা