X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স চালু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৭ মার্চ ২০২০, ১৫:১৯আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৫:৩৭

 

সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স অ্যান্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেম চালু করেছে বিজিবি। টেকনাফ থেকে বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্ত পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার সীমান্ত এলাকা এর আওতায় আসবে। এর ফলে মিয়ানমার থেকে মাদক চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হবে বলে জানিয়েছে বিজিবি। কর্মকর্তারা জানান, কার্যকর প্রমাণিত হলে দেশের সব সীমান্তে এই সিস্টেম চালু করা হবে। 
শুক্রবার বিকালে এই এলাকা পরির্দশন করেছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দলে ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (আনসার ও সীমান্ত) মোহাম্মদ সাহেদ আলী, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, কক্সবাজার রিজিয়ন সদর দফতরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজেদুর রহমান, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, উপ-অধিনায়ক মেজর রুবায়াৎ কবীর, অপারেশন মেজর মোহাম্মদ আসাদ প্রমুখ।

সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স



এসময় টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘প্রথম দাপে টেকনাফের শাহপরীরদ্বীপ পয়েন্ট থেকে সাবরাং পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা এ প্রকল্পের আওয়ায় এসেছে। এই সব এলাকায় এর সুফলও আসতে শুরু করেছে। দ্রুতগতিতে কাজ চলছে। টেকনাফ থেকে বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্ত পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার সীমান্ত এলাকা এর আওতায় আসবে। এর ফলে মিয়ানমার থেকে মাদক ও রোহিঙ্গা আসা ঠেকানো সম্ভব হবে। পাশাপাশি সীমান্ত সুরক্ষিত হবে। ইতোমধ্যে আমরা সুফল পেয়েছি।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (আনসার ও সীমান্ত) মো. সাহেদ আলী বলেন, ‘সীমান্ত ব্যবস্থাপনায় বিজিবি প্রকল্পটি বাস্তবায়ন করছে। এটি যদি কার্যকরভাবে চলমান থাকে তাহলে দেশের গোটা সীমান্তে তা সম্প্রসারণ করা হবে। সীমান্তে র্স্মাট ডিজিটাল সার্ভেইল্যান্স স্থাপন ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় এটি একটি মাইলফলক। এর দাবিদার শুধু প্রধামন্ত্রীর শেখ হাসিনা। মূলত সরকার প্রধানের নির্দেশে সীমান্তে মাদক চোরাচালান, মানবপাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে এই কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া এটি সীমান্ত সুরক্ষায় খুব কাজে আসবে। পর্যায়ক্রমে আমরা সব করবো। এখান থেকে সুফল পেলে পুরো বাংলাদেশ এ ধরনের সার্ভেইল্যান্স সিস্টেমের আওতায় নিয়ে আসবো।’
তিনি বলেন, ‘প্রথমে স্পর্শকাতর সীমান্তগুলোকে এর আওতায় আনা হচ্ছে। এর পাশাপাশি যশোর জেলার পুকখালীতে ১০ কিলোমিটার আমরা সার্ভেইল্যান্স সিস্টেমের আওতায় এনেছি। আমাদের যাতে সিস্টেমে কোনও ধরনের ঘাটতি না থাকে, কোনও দুর্বলতা না থাকে, সেটাকে কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়গুলো আমরা ঠিক করার জন্য মূলত এখানে এসেছি। আমি গিয়ে মন্ত্রণালয়ে রিপোর্ট করবো। সেগুলো নিয়ে পরবর্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা