X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ব্যবসা দখল করতে গিয়ে গণপিটুনি খেলেন যুবলীগের বহিষ্কৃত নেত্রী!

সাভার প্রতিনিধি
০৮ মার্চ ২০২০, ০৮:৫৩আপডেট : ০৮ মার্চ ২০২০, ০৯:১২

গণপিটুনি আশুলিয়ায় ডিশ ব্যবসা দখল নিতে  গিয়ে গণপিটুনির খেয়েছেন বহিষ্কৃত যুবলীগ নেত্রী মনিকা হাসান। শনিবার (৭ মার্চ) আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চাড়াল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চাড়াল পাড়া এলাকায় ডিশ ব্যবসা নিয়ে স্থানীয় ব্যবসায়ী সোহাগের সঙ্গে বিরোধ চলছিল মনিকার। ব্যবসা দখলের জন্য তিনি  বিভিন্ন সময়ে ওই এলাকায় গিয়ে গ্রাহকের সংযোগ কেটে দিয়েছেন। শনিবার দুপুরে তিনি ফের ডিশ সংযোগ কাটতে গেলে  স্থানীয়দের সঙ্গে  বাকবিতণ্ডতা শুরু হয়। এক পর্যায়ে এলাকাবাসী জড়ো হয়ে তাকে  গণপিটুনি দেয়। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সোহাগ বলেন, তিনি আট বছর ধরে এই এলাকায় ডিশ ব্যবসা করছেন। মনিকা যুব মহিলা লীগ নেত্রী হওয়ার সুবাধে গত ছয় মাস ধরে তার ব্যবসা দখলের চেষ্টা করছিল। তিনি বিভিন্ন সময় গ্রাহকদের সংযোগ কেটে দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে আসছেন। শনিবারও সংযোগ কেটে দিতে গেলে স্থানীয়রা তাকে মারধর করে।

এ ব্যাপারে জানতে মনিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মনিকা আশুলিয়া থানা যুব মহিলা লীগের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক। তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে  সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান বলেন, তিনি ঘটনাটি শুনেছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, ডিশ ব্যবসা নিয়ে সোহাগের সঙ্গে মনিকার বিরোধ চলছিল। তিনি দু’পক্ষকে ডেকে একটি সমাধানও করে দিয়েছিলেন। হঠাৎ করেই শনিবার এ ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ডিশ ব্যবসাকে কেন্দ্র স্থানীয়রা ওই নারীর ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া