X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রাবির ছাত্র উপদেষ্টার অব্যাহতির নেপথ্যে

তৌসিফ কাইয়ুম, রাবি
১০ মার্চ ২০২০, ০০:১০আপডেট : ১০ মার্চ ২০২০, ১৮:৫৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাপক লায়লা আরজুমান বানুকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। অব্যাহতির পরপরই তিনি দাবি করেছেন, রাবি স্কুলের যৌন হয়রানির ঘটনায় হাইকোর্টে রিট হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, এই পদচ্যুতির নেপথ্যে প্রশাসনের মধ্যে গ্রুপিং সৃষ্টিসহ বেশ কয়েকটি কারণ কাজ করছে।

এর আগে গত ৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী স্বাক্ষরিত এক আদেশে ছাত্র উপদেষ্টার পদ থেকে অধ্যাপক লায়লা আরজুমান বানুকে অব্যাহতি দেওয়া হয়। আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

হঠাৎ এই পদচ্যুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ নিয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন দুজন কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের একাধিক সিনিয়র শিক্ষকের সঙ্গে কথা হয়। নাম প্রকাশ না করা শর্তে তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক দুরুল হুদাকে অধ্যাপক লায়লা আরজুমান বানু তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। বিষয়টি স্কুলের সভাপতিসহ প্রশাসনের অনেকে অবহিত ছিলেন। সম্প্রতি দুরুল হুদার বিরুদ্ধে স্কুলের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করেন অধ্যাপক লায়লা আরজুমান। দুরুল হুদা আরেকজনকে বিয়ে করায় তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা হয়েছে বলে প্রশাসনের মধ্যে সন্দেহ রয়েছে। ফলে গ্রেফতার হওয়ার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কারে গড়িমসি করে। কিন্তু হাইকোর্টে রিট করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে রুল জারিতে ক্ষুব্ধ হয়েছেন উপাচার্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন, ‘বর্তমান প্রশাসনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক সিনিয়র অধ্যাপকের সঙ্গে মিলে বর্তমান ছাত্র উপদেষ্টা প্রশাসনের মধ্যে গ্রুপিং সৃষ্টি করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়ার ফোনালাপ ফাঁস ও পরিবহন দফতরের প্রশাসক এফএম আলী হায়দারের ফোনালাপ ফাঁসের পেছনে তার হাত থাকতে পারে বলে প্রশাসনের একাংশের ধারণা ছিল। স্কুলশিক্ষার্থীর যৌন হয়রানির অভিযোগ তুলে হাইকোর্টের রিটের মাধ্যমে প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে রুল জারির মাধ্যমে এ বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে যে, ছাত্র উপদেষ্টা প্রশাসনের অংশ হয়ে প্রশাসনের বিরুদ্ধে কাজ করছেন। বর্তমান প্রশাসনের অধিকাংশ কর্মকর্তা তার কর্মকাণ্ডে ক্ষুব্ধ। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক লায়লা আরজুমান বানুকে অব্যাহতি দিয়েছে।'

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এগুলো বানোয়াট ও কাল্পনিক।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ অক্টোবর স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে বিশ্ববিদ্যালয় স্কুলের প্রভাষক দুরুল হুদা গ্রেফতার করে মতিহার থানা পুলিশ। পরে তিনি জামিন পান। গত ফেব্রুয়ারিতে আইনজীবী জোবাইদা গুলশান আরা হাইকোর্টে জনস্বার্থ শাখায় রিট করেন। যার পরিপ্রেক্ষিতে ২০ ফেব্রুয়ারি রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্ট দুরুল হুদার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুরুল হুদাকে সাময়িক বরখাস্ত করতেও বলা হয়। রিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, লিগ্যাল সেলের প্রশাসক, রাবি স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও অধ্যক্ষসহ বিভিন্ন দফতরকে জবাব দিতে বলা হয়।  

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিজেএমসির চেয়ারম্যানসহ তিনজনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুদক
রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগবিজেএমসির চেয়ারম্যানসহ তিনজনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করবে দুদক
একনেকে ১১পি প্রকল্প অনুমোদন
একনেকে ১১পি প্রকল্প অনুমোদন
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে