X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

করোনার কারণে চসিক নির্বাচন বন্ধের চিন্তা নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ মার্চ ২০২০, ১৮:০০আপডেট : ১৪ মার্চ ২০২০, ১৮:০৮

করোনার কারণে চসিক নির্বাচন বন্ধের চিন্তা নেই: সিইসি করোনার কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চিসিক) নির্বাচন বন্ধ রাখার কোনও চিন্তা নির্বাচন কমিশনের নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। শনিবার (১৪ মার্চ) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

এ সময় তিনি বলেন, ‘এখন পর্যন্ত করোনা ভাইরাসের কারণে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়নি। তাই নির্বাচন বন্ধ রাখার মতো চিন্তা করছি না। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি আছে। বিষয়টি সিরিয়াস আকার ধারণ করলে তখন আমরা চিন্তা করবো। আমরা চাই, ২৯ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ওই দিনই নির্বাচন হোক।’

কে এম নুরুল হুদা বলেন, ‘নির্বাচনের দিন অফিস আদালত বন্ধ থাকলে অনেক ভোটার গ্রামের বাড়িতে চলে যায়। যে কারণে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। এ জন্য চসিক নির্বাচনে আমরা আধাবেলা অফিস আদালত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনের দিন দুপুরের পর থেকে অফিস আদালত খোলা থাকবে। এছাড়া সীমিত আকারে যান চলাচল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে যান চলাচল সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখা যাবে না। এ বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, রিটার্নিং অফিসার এবং পরিবহন মালিকদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সাংবাদিকদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা কেন্দ্রের ভেতরে বুথে লাইভ করতে পারবেন না। খুব প্রয়োজন হলে বুথের ভেতরের ছবি তুলে বাইরে এসে লাইভ করতে পারবেন।’

এর আগে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে