X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

যাত্রীবাহী বাস থেকে তরুণীর স্যুটকেসবন্দি লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
১৫ মার্চ ২০২০, ০৭:০৭আপডেট : ১৫ মার্চ ২০২০, ২৩:১৭




সেবা গ্রিনলাইন বাস থেকে তরুণীর লাশ উদ্ধার আশুলিয়া থানার নবীনগরে যাত্রীবাহী একটি বাস থেকে স্যুটকেসবন্দি অবস্থায় অজ্ঞাত এক তরুণীর (২৪) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় পুলিশ কাউকে আটকও করতে পারেনি। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় সেবা গ্রিনলাইন (ঢাকা মেট্রো ব-১৫-৩৯৮৭) নামে দূরপাল্লার একটি বাস থেকে লাশটি উদ্ধার করা হয়।

নবীনগরে সেবা গ্রিনলাইন পরিবহনের কাউন্টার মালিক মো. লিটন বলেন, ‘বাসটি রাজধানীর গাবতলী থেকে যাত্রী নিয়ে গোপালগঞ্জে যাতায়াত করে। শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটায় নবীনগর কাউন্টার থেকে ১৯ জনসহ মোট ৪০ জন যাত্রী নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে বাসটি ছেড়ে যায়। পরে আরিচা এলাকায় ফেরি পারাপারের পর নবীনগর থেকে ওঠা এইচ-১ আসনের এক যাত্রীকে আর খুঁজে পাওয়া যায়নি বলে তাদের জানায় বাসটির স্টাফরা। পরে গোপালগঞ্জের নাজিরপুর পৌঁছালে বাসের বক্সে ওই যাত্রীর রেখে যাওয়া একটি কালো রঙের স্যুটকেস পাওয়া যায়। স্যুটকেসটির মালিক না পেয়ে আবারও একই বাসে ঢাকার উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়।’
এদিকে ওই স্যুটকেস থেকে দুর্গন্ধ বের হতে থাকলে বিষয়টি পুলিশকে জানানো হয়। শনিবার রাতে গাবতলী থেকে বাসটি চালক লালু মিয়া, সুপারভাইজার সবুজ শেখ ও হেলপার নয়নকে দিয়ে নবীনগরে পাঠানো হয়। এরপর আশুলিয়া থানা পুলিশ ও পিবিআই কর্মকর্তারা স্যুটকেস খুলে এক তরুণীর লাশ বের করে আনেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মুন্সি বলেন, ‘রাতে নবীনগর এলাকায় বাসটির বক্স খুলতেই উটকো গন্ধ বের হতে থাকে। পরে পিবিআই ও পুলিশের উপস্থিতিতে কালো রঙের স্যুটকেসটি খোলা হলে এক তরুণীর রক্তাক্ত অর্ধগলিত লাশ পাওয়া যায়।’

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) ফজলুল হক জানান, ওই তরুণীকে হত্যার পর লাশ স্যুটকেসে ভরে যাত্রীবেশে কৌশলে বাসের বক্সে রেখে গেছে হত্যাকারী। তরুণীর বয়স আনুমানিক ২৪ বছর হবে। তবে কীভাবে এবং কেন ওই তরুণীকে হত্যা করা হয়েছে তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না। ঘটনা তদন্তসাপেক্ষে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

/টিটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষি জমি রক্ষায় ভূমি জোনিং ও সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে: ভূমিমন্ত্রী
কৃষি জমি রক্ষায় ভূমি জোনিং ও সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে: ভূমিমন্ত্রী
রূপগঞ্জ-শাইনপুকুরের ম্যাচে ‘কনকাশন সাব’ নিয়ে বিতর্ক
ঢাকা প্রিমিয়ার লিগরূপগঞ্জ-শাইনপুকুরের ম্যাচে ‘কনকাশন সাব’ নিয়ে বিতর্ক
বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
‘জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না’
‘জলবায়ুর প্রভাব মোকাবিলায় অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না’
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট