X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

করোনায় মৃত্যু নিয়ে গুজব, গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ মার্চ ২০২০, ১৮:২৬আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৮:৩০

ফেনী থেকে গ্রেফতার করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ফেনী ও চাঁদপুর থেকে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা।

ফেনী প্রতিনিধি জানান, করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছাড়ানোর অপরাধে দুই যুবককে গ্রেফতার করেছে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলা শহরের দোয়েল চত্বরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি এএনএম নুরের জামান এই তথ্য নিশ্চিত করেন।

ওসি নুরের জামান জানান, গ্রেফতার দুই ব্যক্তি হলেন সদর থানার মঠবাড়িয়ার কবির আহাম্মদের ছেলে শহীদুল ইসলাম রাসেল (২৯) ও কাজীরবাগের আব্দুর রহমানের ছেলে আব্দুল আহাদ(২২)। ফেনী মডেল থানায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়।

চাঁদপুর থেকে গ্রেফতার চাঁদপুর প্রতিনিধি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে খাজা মোহাম্মদ মাকসুদ (৩৯) নামে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের সদস্যরা। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলা বাগাদী ইউনিয়নস্থ ইসলামপুর গাছতলা। সোমবার (২৩ মার্চ) দুপুরে তাকে চাঁদপুর বাসস্ট্যান্ডের ফয়সালা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত সাইমন ডিজিটাল হাউজ অ্যান্ড অফসেট প্রেস থেকে তাকে আটক করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ডা. ইফতেখার আদনানের করোনায় মৃতের সংখ্যা নিয়ে ছড়ানো গুজবের অডিও ক্লিপ খাজা মাকসুদ তার নিজস্ব ফেসবুকে প্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। পরে বিষয়টি জানতে পেরে জেলা ডিবি পুলিশের ওসি মো. নূর হোসেন মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নাশকতার আরও চারটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!