X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

জেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্যসামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ২০:৪৬আপডেট : ২৬ মার্চ ২০২০, ২০:৪৮

জেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্যসামগ্রী বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাসের কারণে বেকার হয়ে ঘরে থাকা কর্মজীবী মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ফারুকী পার্কে সামাজিক দূরত্ব মেনে প্রত্যেকে সাদা রঙের বৃত্তের মধ্যে দাঁড় করিয়ে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন ৩৫ জন ভিক্ষুক, সুবিধা বঞ্চিত বাক প্রতিবন্ধির মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেন।

নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারের জন্য ২০ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি তেল, ১ কেজি লবন, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি চিনি, ২ কেজি আটা, ১ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, দুইটি সাবান এবং ১ প্যাকেট বিস্কিট রয়েছে।

খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এতে করে খেটে খাওয়া মানুষ বেকার হয়ে গেছে। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে প্রকৃত হতদরিদ্রদের খুঁজে বের করে তাদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। সদর উপজেলার ১০০জন হতদরিদ্রের তালিকা থেকে ৩৫ জনের মধ্যে বৃহস্পতিবার এই সামগ্রী দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০০টন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। তিনি বিশেষ কোন প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বের না হওয়ার আহবান জানান। তিনি বলেন, আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলায় ১৫২১জন হোম কোয়ারেন্টাইনে আছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট