X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শিশু ও বৃদ্ধরা যেন মসজিদে না আসেন

নীলফামারী প্রতিনিধি
২৭ মার্চ ২০২০, ১২:২৭আপডেট : ২৭ মার্চ ২০২০, ১২:৪৫

নীলফামারী নীলফামারীতে করোনা ভাইরাস প্রতিরোধে ইসলামের বিধান অনুসরণ করে ব্যবস্থা নিয়ে আলেমদের সঙ্গে বৈঠক করেছে জেলা প্রশাসন। বৈঠকের পর সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী জানান, মসজিদগুলোতে জুমার নামাজসহ সব জামাতে মুসল্লিদের উপস্থিতি সীমিত রাখার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি ষাটোর্ধ্ব ব্যক্তিরা যাতে জুমার নামাজ বাসায় আদায় করেন এবং কোনও শিশু মসজিদে আসতে না পারে সেই আহ্বানও জানানো হয়। হাঁচি-কাশি আছে এমন মুসল্লিদের মসজিদে আসা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। 

বৃহম্পতিবার (২৬ মার্চ) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক এসব তথ্য জানান। তিনি বলেন, ‘গত বুধবার (২৫ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবং মানুষের ব্যাপক মৃত্যুঝুঁকি এড়াতে সব ধরনের জনসমাগম বন্ধের পাশাপাশি মসজিদসমূহে জুমা ও জামাতে মুসল্লিদের উপস্থিতি সীমিত রাখার আহ্বান জানানো হচ্ছে।’

তিনি বলেন, ‘মসজিদ বন্ধ থাকবে না। তবে করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত না হয়ে মসজিদে কেউ আসবেন না। সরকার ও বিশেষজ্ঞরা সতর্কতার জন্য যেসব নির্দেশনা প্রদান করেছেন তা মেনে চলার জন্য জনগনকে অনুরোধ জানানো হচ্ছে।’ আলেমরা সবাইকে অপরাধমূলক কাজকর্ম থেকে বিরত হয়ে ব্যক্তিগতভাবে তওবা, ইস্তিগফার ও কুরআন তিলাওয়াত অব্যাহত রাখারও আহ্বান জানান।

এছাড়াও প্রত্যেক মসজিদে ব্লিচিং পাউডার ও স্প্রে ব্যবহার করার সিদ্ধান্ত হয়। এক মিটার দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করার জন্য মুসল্লিদের আহ্বান জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. রনিজিৎ কুমার বর্মন, পুলিশ সুপার মোখলেছুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, এনএসআই এর উপপরিচালক মো. খালিদ হাসান, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, প্যানেল মেয়র ইসা আলী, জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রকাশ চন্দ্র রায়, ১৯ ডি মেডিয়াম রেজিমেন্টের মেজর এরফান, কেন্দ্রীয় বড় মসজিদের খতিব খন্দকার মো. আশরাফুল হক, বড় বাজার মসজিদের খতিব ও ইমাম মুফতি হাবিবুল্লাহ, পুরাতন হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব মিজানুর রহমান, নিউ বাবুপাড়া বাইতুস সালাম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রফিকুল ইসলামসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা