X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কিছু কেনার সময় দূরত্ব রাখতে হবে এক মিটার

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৭ মার্চ ২০২০, ২২:৫৮আপডেট : ২৭ মার্চ ২০২০, ২৩:০৮

সামাজিক দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা কার্যক্রম শুরু ঠাকুরগাঁওয়ে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঠাকুরগাঁও সদর উপজেলায় শুরু হয়েছে সামাজিক দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা কার্যক্রম। শুক্রবার দুপুরে সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সামাজিক দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা কার্যক্রম শুরু করেন।

এ সময় সদর ইউএনও’র উপস্থিতিতে আধুনিক সদর হাসপাতালের সামনে ফার্মেসি ও জরুরী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলোর সামনে দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা হয়। এভাবে বিভিন্ন টিমের মাধ্যমে পুরো উপজেলার বিভিন্ন স্থানে এ কার্যক্রম শুরু করা হয়।

সদর ইউএনও জানান, ‘দোকান থেকে একজন ক্রেতা কিছু কিনতে আসলে ১ মিটার দূরত্বে অবস্থান করবে, এভাবে তার থেকে প্রত্যেক ক্রেতাই সেরকম ১ মি. দূরত্ব বজায় রাখবে। সেভাবেই মার্ক করা থাকবে। ক্রেতা বেশি হলে পরের লাইনেও দু’দিক থেকে ১ মিটার দূরত্ব বজায় রেখে যাতে অবস্থান করতে পারে, সেভাবে চতুর্ভুজ আকারে মার্ক করা হচ্ছে।’

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন জানান, ‘জরুরি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ঔষধের দোকান গুলোর সামনে দূরত্ব নির্ণয় চিহ্ন আঁকার জন্য উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।’

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম বলেন, ‘পুরো জেলাতেই এভাবে দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকার জন্য প্রত্যেক ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাস ছড়ানো প্রতিরোধে এটা সারা পৃথিবীতেই অবশ্য পালনীয় একটা বিষয় হিসেবে প্রমাণিত হয়েছে।’

এছাড়া, জগন্নাথপুর ইউনিয়নে সরকারি নির্দেশ অমান্য করে চায়ের দোকান খোলা রাখায় কয়েকটি চায়ের দোকানদারকে জরিমানা করেন তিনি।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান