X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রংপুরে করোনা শনাক্তকরণ পরীক্ষা রবিবার থেকে

রংপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০২০, ২০:৫৭আপডেট : ২৮ মার্চ ২০২০, ২১:০১

করোনা ভাইরাস

রংপুর মেডিক্যাল কলেজে রবিবার (২৯ মার্চ) থেকে চালু হচ্ছে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা।  কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবরেটরির দুটি রুমে মেশিনটি স্থাপনের কাজ চলছে। এটি সম্পন্ন হলে এ অঞ্চলের করোনা ভাইরাসে আক্রান্ত কিংবা সন্দেহভাজনের পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরন্নবী লাইজু।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে মেশিনটি ঢাকা থেকে আসার পর শুক্রবার দুপুর থেকেই কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবরেটরির দুটি রুমে  স্থাপনের কাজ করছে গণপূর্ত বিভাগ। দিনরাত শ্রমিকরা কাজ করছেন।

তিনি আরও জানান, শিক্ষকদের সঙ্গে বৈঠক করে মেশিনটি পরিচালনা এবং পরীক্ষা-নিরীক্ষা করার জন্য জনবল নিয়োগ দিয়ে রবিবার থেকে পরীক্ষা শুরু করতে পারবো বলে আশা করছি।পিসিআর মেশিনের মাধ্যমে করোনা আক্রান্ত সন্দেহে হলে রোগীর রক্ত, ঘাম ও কফ পরীক্ষা করা হবে। এজন্য মেডিক্যালে একটি টিমও গঠন করা হয়েছে।

উল্লেখ্য, রংপুর জেলায় এখন পর্যন্ত কোনও ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন  বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহাম্মেদ।এদিকে রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে গেছেন বিদেশ ফেরত আরও ১০৪ জন। এনিয়ে এই বিভাগে মোট ১ হাজার ৭৬১  জন হোম কোয়ারেন্টিনে আছেন।

এদিকে বিদেশফেরত প্রবাসীরা হোম কোয়ারেন্টিনের নিয়ম কানুন মানছে কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া শুরু করেছে সেনাবাহিনী। শনিবার দুপুরে বিদেশ থেকে আসা প্রবাসীদের বাসায় গিয়ে খোঁজ নেন তারা। হোম কোয়ারেন্টিনে তাদের কোনও অসুবিধা হচ্ছে কিনা তারও খোঁজ নেন সেনা সদস্যরা। এদিকে নগরীতে জনসমাগম ও সচেতনা বাড়াতে পুরো জেলায়  টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী।

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া