X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

করোনা আতঙ্কে রোগী দেখায় অনীহা, ফাঁকা কুমেক হাসপাতাল

মাসুদ আলম, কুমিল্লা
২৮ মার্চ ২০২০, ২২:১৫আপডেট : ২৮ মার্চ ২০২০, ২২:৪৪

করোনা আতঙ্কে রোগী দেখায় অনীহা, ফাঁকা কুমেক হাসপাতাল

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে পেটে ব্যথা নিয়ে আশঙ্কাজনক অবস্থায় গত বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন তাসলিমা আক্তার। মেডিসিন বিভাগের মহিলা ওয়ার্ডে ভর্তি আছেন তিনি। চাঁদপুর জেলার হাজীগঞ্জ থেকে সেবা নিতে এসেছেন তিনি। আগে একবার এই হাসপাতালে পেটের অপারেশন হয়েছে তার।  এখন পুনরায় ভর্তি হয়েছেন, কিন্তু দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সরা তার শরীর ধরে দেখছেন না। তিনদিনে দুইবার ডাক্তার এসে দূর থেকে কিছু ওষুধ এবং পরীক্ষা লিখে চলে যান। পরীক্ষাগারগুলোও বন্ধ থাকে।

মেডিসিন বিভাগের মহিলা ওয়ার্ডের ইনচার্জ শাহীন আরা জানান, এই ওয়ার্ডে ৭০টি বেড রয়েছে। তারমধ্যে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন মাত্র দুইজন। করোনা আতঙ্কের আগে এই ওয়ার্ডে শতাধিক রোগী সবসময় বেড নিয়ে যুদ্ধ করতেন। ফ্লোরে রোগীর জন্য হাঁটা যেত না।

করোনা আতঙ্কে রোগী দেখায় অনীহা, ফাঁকা কুমেক হাসপাতাল এদিকে শনিবার সকালে চর্ম ও যৌন সমস্যা নিয়ে আবু জাহের নামে এক ব্যক্তি এসেছেন কুমেক হাসপাতালের বহির্বিভাগে। ডাক্তার দেখানোর জন্য ১০ টাকা দিয়ে টিকিটও কেটেছেন। গিয়ে দেখেন ১২৪ নম্বর রুমে ডাক্তার নেই। রুম বন্ধ। খোঁজ নিয়ে জানা যায়, ওই দিন বহির্বিভাগের বসা চর্ম ও যৌন রোগের কোনও ডাক্তারই আসেনি।

অন্যদিকে চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাঃ মুক্তা বসেন বহির্বিভাগে। তিনি হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যে আবার চলে যাওয়ার মুহূর্তে জানতে চাইলে এই চিকিৎসক জানান, রোগী দেখার মতো সুরক্ষা নেই। করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ঝুঁকি এড়ানোর জন্য হাসপাতাল তাদের কোনো সুরক্ষা সরঞ্জাম দেয়নি। তাই ঝুঁকি নিয়ে রোগী দেখতে আগ্রহী নন তিনি।

চর্ম ও যৌন এবং চক্ষু বিভাগের মতো ঠিক একই অবস্থা দন্ত, ডেন্টাল সার্জন, শিশু, গাইনি, মেডিসিন, সার্জারি, শৈল্য, ক্যাজুয়ালটি এবং কার্ডিওলজি বিভাগেও। বেশিরভাগ ডাক্তারের রুমে তালা। হাতেগোনা কয়েকজন মেডিকেলে আসলেও মুখ দেখিয়ে চলে যান। সহকারীকে বলে যান ঘন্টা খানিক পর বন্ধ করে চলে যাওয়ার জন্য। 

বহির্বিভাগের টিকিট কাউন্টারের ইনচার্জ আবুল কাশেম জানান, করোনা ভাইরাস আতঙ্ক তৈরির পর থেকে চিকিৎসকরা নিয়মিত না আসায় আস্তে আস্তে রোগীর সংখ্যা কমছে বহির্বিভাগে। প্রতিদিনের সেই লম্বা লাইন আর নেই। শনিবার সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মাত্র ১৬২টি টিকিট বিক্রি হয়েছে। অন্যান্য সাধারণ সময়ে এক হাজার থেকে ১২শ টিকিট বিক্রি হয়ে। বিভিন্ন সমস্যা নিয়ে আসা রোগীরা টিকিট কেটে ডাক্তার না পেয়ে আবার ফিরিয়ে দিতে চাচ্ছেন।

শনিবার সকালে  কুমেক হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে কোনও রোগী পাওয়া যায়নি। পুরুষের দুইটি এবং মহিলাদের এক ওয়ার্ড রোগীশূন্য। বাইরে কাউন্টারে তিনজন সেবিকা বসে থাকলেও ভিতরে সুনসান নিরবতা। কর্তব্যরত চিকিৎসকদের রুম বন্ধ। মেডিসিন বিভাগে একই দৃশ্য। ডাক্তার নেই। সেবিকারা বসে আছেন। পুরুষ এবং মহিলা ওয়ার্ড মিলে মাত্র ৫জন রোগী। সারি সারি বেড পড়ে আছে। অধিকাংশ ডাক্তারদের রুমে তালা ঝুলছে। অন্যদিকে শিশু ও নবজাতক ওয়ার্ডেও রোগী পাওয়া গেছে অল্প কয়েকজন। ওয়ার্ডগুলোতে আগের মত অসুস্থ শিশু ও নবজাতক নেই বললেই চলে। সার্জারি, গাইনি এবং ক্যাজুয়ালটি বিভাগের একই দৃশ্য।

অথচ কয়েকদিন আগেও ৫০০ বেডের এ হাসপাতালের ওয়ার্ড, ওয়ার্ডের ফ্লোর ও খোলা বারান্দা, সিঁড়ির নিচ ভরে থাকত এক হাজারের বেশি রোগীতে। এমন বিপরীত চিত্রের কারণ করোনা আতঙ্ক। এ আতঙ্ক ছুঁয়েছে চিকিৎসকদেরও।

করোনা আতঙ্কে রোগী দেখায় অনীহা, ফাঁকা কুমেক হাসপাতাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমান বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ থাকায় হাসপাতালে রোগী আসতে পারছে না। মানুষের মধ্যে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক কাজ করছে।

তিনি জানান, রোগীদের চিকিৎসার সেবা দেওয়ার জন্য ডাক্তারদের সকল সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। যেহেতু রোগী আসতে পারছে না তাই কুমেক হাসপাতাল রোগীদের টেলি মেডিসিন সেবা দিচ্ছে। বাড়িতে বসে রোগীরা ফোন করেই সেবা নিতে পারবে এর মাধ্যমে।    

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’