X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় আইসোলেশনে থাকা তিনজনের নমুনা রাজশাহীতে পাঠানো হবে

বগুড়া প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ২০:৫২আপডেট : ৩০ মার্চ ২০২০, ২১:৫৪

করোনাভাইরাস বগুড়া ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে তিন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তারা শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। দুই-তিনদিনের মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ল্যাবরেটরি চালু হলে সেখানে তাদের নমুনা পাঠানো হবে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল এ তথ্য জানান।

আরএমও জানান, ২৯ মার্চ থেকে মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে। ওইদিন বিকালে শ্বাসকষ্ট নিয়ে কুমিল্লায় চাকরিরত শাকিল এবং বগুড়ার ধুনটের আবদুল হান্নানকে ভর্তি করা হয়েছে। এছাড়া ২৯ মার্চ বগুড়ার মহাস্থানে ট্রাক থেকে নামিয়ে দেওয়া রংপুর শহরের ধাপ মডার্ন মোড় এলাকার শাহ আলমকে সোমবার শজিমেক হাসপাতাল থেকে এখানে আনা হয়েছে। এ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে তিন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানোর কথা ছিল। কিন্তু দু-তিন দিনের মধ্যে রামেক হাসপাতালে ল্যাবের কার্যক্রম শুরু হবে। তখন এ তিন রোগীর নমুনা সেখানে পাঠানো হবে।

জানা গেছে, করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় গত ২৪ মার্চ বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালকে আইসোলেশন ইউনিট ঘোষণা করা হয়। রোগীদের বিদায় দিয়ে সেখানে পাঁচ ফুট পর পর ১২০টি বেড প্রস্তুত করা হয়। ১০ দিন সেবা দিতে ৩০ সদস্যের চিকিৎসক প্যানেল তৈরি করা হয়েছে। প্রতি ২৪ ঘণ্টায় তিন জন করে চিকিৎসক দায়িত্ব পালন শেষে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে যাবেন। তবে ইউনিটটি স্বয়ংসম্পূর্ণ করতে ১০ বেডের আইসিইউ, পিপিই ৫ হাজার, অক্সিজেন সিলিন্ডার ৫০টি, নেবুলাইজার ১০০ সেট, একটি ডিজিটাল এক্সরে মেশিন, বায়োকেমিক্যাল অ্যানালাইজার, কিট, প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম, ওষুধ ও লোকবল চাওয়া হয়। ইতোমধ্যে ৪০০ পিপিই এসেছে। আপাতত বগুড়া শজিমেক হাসপাতাল থেকে দুই বেড আইসিইউ ও কিছু সরঞ্জাম আনা হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না