X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গজারিয়ায় জ্বরে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ২৩:৪০আপডেট : ৩০ মার্চ ২০২০, ২৩:৪২

 শিশু সোহরাব জ্বর ও কানে ব্যথা নিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সোহরাব হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের শহীদুল ইসলামের ছেলে। সোমবার (৩০ মার্চ) ভোররাতে তার মৃত্যু হয়। তবে সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন, করোনায় ওই শিশুর মৃত্যু হয়নি।

তিনি জানান, শিশুটির ঠাণ্ডা ও কাশি ছিল না। তবে, জ্বর ছিল। সোমবার রাত ৩টায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসা হলে দেখা যায় তার ঘার শক্ত হয়ে বাঁকা হয়ে যাচ্ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এরপর সকালেই তাকে দাফন করা হয়।

মেনিনজাইটিস রোগে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে বলে জানান ডা. মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির বাড়ির আশপাশে কোন প্রবাসীও ছিল না। এছাড়া আইইডিসিআরের সঙ্গে কথা বললে তারা জানিয়েছেন, এই সিন্ড্রোম করোনা আক্রান্তদের মতো নয়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা আক্তার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে গভীর রাতে সোহরাব হোসেনকে নিয়ে আসা হয়। এসময় তার জ্বর ছিল, ঘাড় বেঁকে যাচ্ছিল, খিঁচুনির সঙ্গে বমিও হচ্ছিল। স্বজনরা জানান, তিন দিন ধরে তার কানে ব্যাথা ও জ্বর। মেনিনজাইটিস রোগ সন্দেহে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথে তার মৃত্যু হয়। তার কোভিড-১৯ আক্রান্ত নয় এবং সে এ রোগের সন্দেহভাজনও নয়।’

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ