X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

এক কেজি শসার দাম ৫০ পয়সা, দিশেহারা কৃষক

দিনাজপুর প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ২৩:৫২আপডেট : ৩১ মার্চ ২০২০, ০০:০৬

দিনাজপুরের বীরগঞ্জে শসার দাম না পেয়ে মানববন্ধন করেন দুই শতাধিক চাষি।

বাজারে একটা মোটামুটি মানের মাস্কের দাম গড়ে ৪০ টাকা। আর ৫২ কেজি ওজনের এক বস্তা শসার দাম পাইকাররা বলছেন মাত্র ৩০ টাকা। তাও কিনতে চাইছেন না অনেকেই। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় নেমে আসায় হঠাৎ করেই এমন দুর্বিষহ পরিস্থিতিতে পড়েছেন দিনাজপুরের বীরগঞ্জের শসাচাষিরা। দর নামতে নামতে কেজি প্রতি মোটে ৫০ পয়সা হওয়ায় এক বস্তা শসা বেচেও একটা মাস্ক কিনতে না পারার এমন পরিস্থিতিতে সরকারের নজর দাবি করে দুই  শতাধিক কৃষক মানববন্ধন করেছেন।   

আজ সোমবার (৩০ মার্চ) সকালে বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী বাজারের পাশে কৃষকরা মানববন্ধন করেন। মানববন্ধনে কৃষকরা ক্ষেত থেকে আর শসা তুলবেন না বলে ঘোষণা দিয়েছেন।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা জানান, ঝাড়বাড়ী এলাকার প্রায় ২শ’ একর জমিতে ৩ শতাধিক কৃষক শসার আবাদ করেছেন। বর্তমানে শসার উৎপাদন মৌসুম। এখানকার শসা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যায়। কিন্তু করোনাভাইরাসের কারণে যান চলাচল বন্ধ থাকায় শসা বিক্রি বন্ধ হয়ে গেছে। ক্রেতা পাওয়া যাচ্ছে না।

তারা জানান, পাইকাররাও বিভিন্ন স্থানে পাঠাতে না পেরে শসা ক্রয় করছেন না। কয়েকদিন আগে যেখানে শসার দাম ছিল কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা সেখানে এখন শসার দাম নেমে এসেছে মাত্র ৫০ পয়সায়। এরপরও ব্যবসায়ীরা শসা ক্রয় করছেন না। ফলে শসা জমিতেই নষ্ট হচ্ছে। অনেকে বাধ্য হয়ে জমি থেকে  শসা তুলে গরু-ছাগলকে খাওয়াচ্ছেন। এভাবে চলতে থাকলে কৃষকরা মারাত্মক ক্ষতির শিকার হবেন বলে দাবি করেন তারা। তাই করোনা পরিস্থিতিতে কৃষকদের দিকে নজর দিতে সরকারের প্রতি দাবি জানান তারা।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরেই ব্যাপক পরিমাণে শসা আবাদ হয়। তবে সবচেয়ে বেশি শসা আবাদ হয় শিবরামপুর, পলাশবাড়ী ও শতগ্রাম ইউনিয়নে। এসব এলাকা শসার গ্রাম হিসেবে পরিচিত । আর এখানকার উৎপাদিত শস্যা জেলার চাহিদা মিটিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। ব্যবসায়ীরা প্রতিদিন ১৫ থেকে ২০ ট্রাক শসা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ বিভিন্ন এলাকায় পাঠান।

এলাকার শসা চাষি খসিবুল ইসলাম জানান, প্রতি বিঘা শসা উৎপাদনে ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়েছে। এখন পাইকাররা ৩০ টাকা বস্তা করে দাম দিচ্ছেন যা দিয়ে আমাদের শ্রমিকদের মজুরিও হচ্ছে না। আমরা বউ-বাচ্চা নিয়ে খেটেখুটেও পয়সা পাচ্ছি না। পাইকাররা শসা নিয়ে ৩ দিন পর টাকা দিচ্ছেন। তাই আমরা শসা তুলবো না বলে সিদ্ধান্ত নিয়েছি।

সাকিল হাসান নামে আরেক শসা চাষি বলেন, ৪ বিঘা জমিতে শসা লাগিয়েছি। এতে আমার এক লাখ ৩০ হাজার টাকা খরচ হয়েছে।  এখন এত কম দাম হলে কিভাবে আমার খরচ উঠাবো? ব্যবসায়ীরা নিজ খেয়াল-খুশিমতো দাম দিচ্ছেন।

তৌহিদুল ইসলাম নামে আরেক চাষি বলেন, আমাদের দিকে সরকারও তাকায় না। কৃষকের কোনও মূল্য নাই, বাজারের নিয়ন্ত্রণ নাই। এক বিঘা জমিতে শসা আবাদ করতে ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ। আর এখন বাজারে যে দাম তা দিয়ে শ্রমিকের মজুরিও হচ্ছে না।

মেহেদি হাসান বলেন, আমরা শসা বিক্রি করে যে মাস্ক কিনবো সেই টাকাই পাওয়া যাচ্ছে না। এক বস্তা শসা বিক্রি করে একটি মাস্কের দাম হচ্ছে না। এখন আপনারাই চিন্তা করেন আমরা কোথায় আছি।

আবুল হোসেন বলেন, শসা আবাদ করতে জমিতে খেটে আমার জীবন চলে না অবস্থা। সব টাকাই শসা আবাদ করতে খরচ করেছি, কিন্তু এখন দাম নাই। এখন কী করবো তা ভেবে পাচ্ছি না।

বাহাদুরবাজার এলাকার কাঁচাসবজির আড়তদার মনা ইসলাম বলেন, সব সবজির দাম কমেছে। গাড়ি চলাচল না করায় এসব মালামাল দেশের বিভিন্ন স্থানে পাঠানো যাচ্ছে না। আমরাও ব্যবসা ঠিকভাবে করতে পারছি না, লোকসানে আছি।

বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা আসাদুজ্জামান বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে কৃষকদের উৎপাদিত সবজি রাজধানীসহ অন্যান্য জেলায় যেতে পারছে না। পাশাপাশি স্থানীয় ক্রেতারাও বাড়ি থেকে বের হতে না পারায় শসাসহ বিভিন্ন সবজি কিনতে পারছেন না। কৃষকদের বলা হয়েছে যাতে করে তারা চাহিদা অনুযায়ী শসা ক্ষেত থেকে তুলেন। দেশের অবস্থা স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই কৃষকরা তাদের উৎপাদিত শসার মূল্য পাবে বলে আশা করেন তিনি।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া