X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

করোনা সন্দেহে এক ব্যক্তি হাসপাতালে, ৩ পরিবার হোম কোয়ারেন্টিনে

বরিশাল প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ০৩:৪১আপডেট : ৩১ মার্চ ২০২০, ০৪:০৪

বরিশালে এক ব্যক্তি আক্রান্ত সন্দেহে তিন বাড়ির সবাইকে কোয়ারেন্টিনে পাঠায় প্রশাসন

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বরিশালের বাবুগঞ্জ উপজেলার এক ব্যক্তিকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর তার বাড়িসহ আশপাশের ৩টি বাড়ির সব সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।

ঘটনার সত্যতা নিশ্চিত নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ সরকার।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ বন্দর এলাকার ৪২ বছর বয়সী ওই ব্যক্তি কাশি, জ্বর, গলাব্যথাসহ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে গোপনে অবস্থান করছিল। এমন সংবাদ লোকালয়ে জানাজানি হলে রবিবার রাতে পরিবারের অন্য সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে যান ওই ব্যক্তি। তিনি সেখানে ভাড়া থাকতেন। সোমবার খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক চিকিৎসক  নাহিদ ও বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ওই এলাকায় গিয়ে ৩ বাড়ির ৩ জনের করোনার উপসর্গের লক্ষণ থাকায় তাদের আগামী ১৪দিন বাড়িতে হোম কোয়ারেন্টিন থাকার নির্দেশনা দিয়ে বাসাগুলোতে লিফলেট লাগিয়ে দেন। এছাড়া পলাতক ব্যক্তিকে খুঁজে বের করে তাকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ সরকার বলেন, মেডিক্যাল ভর্তিকৃত ব্যক্তির অবস্থা দেখে প্রাথমিকভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ পাওয়া গেছে। তবে পুরোপুরি নিশ্চিত না হয়ে কিছু বলা যাচ্ছে না। আমরা দ্রুতই তাকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূসরাত জাহান খান জানান, খবরটি জানার সঙ্গে সঙ্গে ওই এলাকার ৩টি বাড়ির সদস্যদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ পাওয়া যাওয়ায় প্রাথমিক অবস্থায় তাদেরকে হোম কোয়ারেন্টিন মেনে চলার নিদের্শনা দেওয়া হয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। ওই এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা