X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

করোনায় শেরপুরে সবজির বাজারে ধস

শেরপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ২১:২৪আপডেট : ৩১ মার্চ ২০২০, ২১:২৬

করোনায় শেরপুরে সবজির বাজারে ধস করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্কে গত দুই সপ্তাহ ধরে শেরপুরে সবজির বাজারে ধস নেমেছে। বাজারে মানুষ নেই, সবজি ঢাকায় যাচ্ছে না। একদিকে নির্দিষ্ট সময় হলে সবজি ক্ষেতে রাখা যায় না, অন্যদিকে এসব

উৎপাদিত সবজি পচনশীল পণ্য হওয়ায় কৃষকরা তা কম দামে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন।

এই মুহূর্তে বিভিন্ন পাইকারি বাজারে বর্তমানে প্রতি কেজি বেগুন ৫-৬ টাকা। শশার কেজি ৫ টাকা, কাঁচা মরিচের কেজি ৩৫ টাকা, এক বোঝা ডাঁটা (৮০টি) ২০ টাকা, গাজরের কেজি ৫ টাকা এবং টমাটো ৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন সবজি সজনার কেজি ৭০ টাকা ও করলার কেজি ২০ টাকা। তবে খুচরা বাজারে এসব সবজির দাম একটু বেশি। এসময় নতুন কিছু সবজি এলেও কৃষকরা দাম পাচ্ছেন না। অথচ গ্রীষ্মকালের নতুন সবজি বিক্রি করে কৃষকরা সব সময় লাভের মুখ দেখেন। এখন সবজি বিক্রি করে উৎপাদন খরচ তো উঠছেই না বরং তাদের গুনতে হচ্ছে লোকসান।

শেরপুরের চরাঞ্চলের কৃষক তাজউদ্দিন, মালেক, ইয়াদ আলী জানান, লোকসানে সবজি বিক্রি করে কোনো দিশা খুঁজে পাচ্ছেন না তারা। এই অবস্থা চলতে থাকলে আগামীতে সবজির দাম আরও কমে যেতে পারে বলে তাদের ধারণা। আর তখন পরিবার নিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়বে। কৃষকদের দাবি, সরকারি ব্যবস্থাপনায় এসব সবজি ঢাকায় নেওয়া হোক। একইসঙ্গে তারা সবজিচাষিদের সরকারি সহযোগিতা দেওয়ার দাবিও জানান।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচলক ড. মোহিত কুমার দে বলেন, বর্তমান পরিস্থিতিতে কৃষকের উৎপাদিত সবজির দাম অনেকটা কমে গেছে। ক্ষতিগ্রস্ত এসব কৃষকদের প্রণোদনা দিতে সরকারকে জানানো হবে। কৃষিবান্ধব সরকার এই মহাদুর্যোগে অবশ্যই কৃষকদের পাশে দাঁড়াবেন বলে আশা করি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়