X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে করোনা সন্দেহে মৃত ব্যক্তির দাফনে বাধা

শরীয়তপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ২২:৫৪আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:৫৬




ছবি সংগৃহীত শরীয়তপুরে করোনা সন্দেহে এক ব্যক্তির মৃত্যুর পর তার মরদেহ দাফন করতে গেলে স্থানীয়দের বাধার সম্মুখীন হতে হয়েছে প্রশাসনকে। তবে বাধা উপেক্ষা করে পুলিশের উপস্থিতিতে লাশ দাফন করেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা। শরীয়তপুর সদর হাসপাতাল ও নড়িয়া উপজেলা প্রশাসন সূত্র জানায়, শ্বাসকষ্ট নিয়ে ৩৫ বছরের এক ব্যক্তি মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়। করোনা সন্দেহে ভর্তি যুবককে আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। সকাল ১১টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ওই ব্যক্তির মরদেহ দাফনের জন্য নিয়ে যান।

তবে নড়িয়ায় তার গ্রামের বাড়িতে গেলে লাশ দাফন কাজে বাধা দেন স্থানীয়রা। খবর পেয়ে নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম ও নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ উদ্দীন পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পরে পুলিশের উপস্থিতিতে মৃত ব্যক্তির মরদেহ দাফন করা হয়।

নড়িয়া থানার ওসি হাফিজ উদ্দীন বলেন, মৃত ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত নয়। এরপরেও ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা সঠিক নিয়ম মেনেই দাফন করেছেন। এক্ষেত্রে স্থানীয়দের বাধা দেওয়া দুঃখজনক। তবে পরে স্থানীয়দের বুঝিয়ে মরদেহটি সঠিকভাবে দাফন করা হয়েছে।

এদিকে জেলার সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ মুরাদ বলেন, ওই যুবক করোনায় মারা গেছেন কিনা তা নিশ্চিত নয়। তবে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। দুই-একদিনের মধ্যে রিপোর্ট আসলে তখন বিষয়টি খোলাসা হবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন